Nubia N1 lite Rs. 6,999 এ ভারতে লঞ্চ হল

Updated on 23-May-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফট লাইট ফ্রন্ট ফ্ল্যাশ আর 3000mAH ব্যাটারির মতন বৈশিষ্ট্য যুক্ত

স্মার্টফোন কোম্পানি ZTE তাদের স্মার্টফোন Nubia N1 lite ভারতে লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি অ্যামাজনে এক্সক্লিউশিভ ভাবে পাওয়া যাবে। এই ডিভাইসটির ভারতে দাম করা হয়েছে Rs 6,999।

এই স্মার্টফোনটি আজ থেকে কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার,  সফট লাইট ফ্রন্ট ফ্ল্যাশ আর 3000mAH ব্যাটারি আছে। Nubia N1 lite এ স্লিক ডিজাইনের সঙ্গে মেটাল এজ আছে।

আরও দেখুনঃ Nokia 9 এর ছবি লিক হল, ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে

এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসে 64-bit 1.25GHz কোয়াড কোর MediaTek MT6737 প্রসেসার আছে। এই ডিভাইসে 2GB র‍্যাম আছে।

এই ডিভাইসে 8 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 16GB। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, GPS ব্লুটুথ, ওয়াই ফাই ডাইরেক্টার মাইক্রো ইউএসবি পোর্ট, এক্সেলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, ফ্রক্সিমিটি সেন্সার আছে।

আরও দেখুনঃ Samsung Galaxy A5 2017 পাচ্ছে মে মাসের সিকিউরিটি আপডেট

আরও দেখুনঃ Lava A77 এবার অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে, দাম Rs 4,999

সোর্সঃ 

Connect On :