HIGHLIGHTS
এই ডিভাইসটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফট লাইট ফ্রন্ট ফ্ল্যাশ আর 3000mAH ব্যাটারির মতন বৈশিষ্ট্য যুক্ত স্মার্টফোন কোম্পানি ZTE তাদের স্মার্টফোন Nubia N1 lite ভারতে লঞ্চ করে দিয়েছে। এই স্মার্টফোনটি অ্যামাজনে এক্সক্লিউশিভ ভাবে পাওয়া যাবে। এই ডিভাইসটির ভারতে দাম করা হয়েছে Rs 6,999।
এই স্মার্টফোনটি আজ থেকে কিনতে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সফট লাইট ফ্রন্ট ফ্ল্যাশ আর 3000mAH ব্যাটারি আছে। Nubia N1 lite এ স্লিক ডিজাইনের সঙ্গে মেটাল এজ আছে।
আরও দেখুনঃ Nokia 9 এর ছবি লিক হল, ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে
এই ডিভাইসে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লে আছে। এই ডিভাইসে 64-bit 1.25GHz কোয়াড কোর MediaTek MT6737 প্রসেসার আছে। এই ডিভাইসে 2GB র্যাম আছে।
এই ডিভাইসে 8 মেগাপিক্সাল রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। এই ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ 16GB। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে 4G VoLTE, GPS ব্লুটুথ, ওয়াই ফাই ডাইরেক্টার মাইক্রো ইউএসবি পোর্ট, এক্সেলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, ডিজিটাল কম্পাস, ফ্রক্সিমিটি সেন্সার আছে।
আরও দেখুনঃ Samsung Galaxy A5 2017 পাচ্ছে মে মাসের সিকিউরিটি আপডেট
আরও দেখুনঃ Lava A77 এবার অফলাইন স্টোরে পাওয়া যাচ্ছে, দাম Rs 4,999
সোর্সঃ
Latest Article
Happy New Year 2025 Wishes in Bengali How to send whatsapp Facebook status message Images
Happy New Year 2025 Wishes in Bengali: নতুন বছরের শুরুতে আপনার প্রিয়জনদের WhatsApp-এ পাঠিয়ে দিন হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা
BSNL New Prepaid Recharge Plans Launched With Daily 3GB Data
নতুন বছরেই BSNL এর চমক, লঞ্চ করেছে দুটি নতুন রিচার্জ প্ল্যান, মিলবে 84 দিন পর্যন্ত প্রতিদিন 3 জিবি ডেটা
poco launching Poco X7 Series 5G in india
ভারতে এই দিন লঞ্চ হবে POCO X7 Series ফোন, থাকবে ফাস্ট পারফরম্যান্স এবং দুর্দান্ত স্পেক্স
Tips and Trick How to send Happy New Year 2025 Wishes on WhatsApp broadcats feature
WhatsApp Trick: এক সাথে আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন Happy New Year 2025 মেসেজ, মাত্র একটি ক্লিকে
50MP selfie Camera Vivo V40 5G price drop upto Rs 2000 on Flipkart
50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G ফোনে 2000 টাকার ছাড়, জানুন নতুন দাম কত
BSNL new year offer Rs 277 plan launched with 60 days validity valid till this date
মাত্র 300 টাকার কম খরচে পুরো 60 দিন পর্যন্ত রিচার্জ থেকে মুক্তি, প্রতিদিন 2 জিবি ডেটা সহ BSNL রিচার্জ প্ল্যান
redmi 14c 5g india launch on january 6 price specifications and other details
লঞ্চের আগেই Redmi 14C 5G ফোনের ডিসপ্লে এবং কালার অপশন প্রকাশ্যে, জানুন কেমন হবে ফোনটি
OnePlus 13r launching with powerful chipset and oneplus ai support
OnePlus 13R ফোনে থাকবে 6000mAh এর বড় ব্যাটারি, প্রিঅর্ডারে মিলবে এত টাকা সস্তা
Samsung Galaxy M35 5G available with huge discount
5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা সহ Samsung 5G ফোন, জানুন নতুন দাম কত
bsnl new plans 2025
2025 সালে লাগবে না আর কোনো রিচার্জ, BSNL এর 425 দিনের রিচার্জ প্ল্যান দেখে চিন্তায় Jio, Airtel এবং Vodafone Idea