Nubia ভারতে তাদের নতুন স্মার্টফোন Nubia M2 Lite নিয়ে এসেছে. ভারতে এই ডিভাইসটির দাম Rs.13,999 করা হয়েছে. এই ডিভাইসটি শুধু অ্যামাজন ইন্ডিয়া থেকে সেলের জন্য পাওয়া যাবে. এটিকে 9’ই মে থেকে কেনা যেতে পারে. এটি ব্ল্যাক গোল্ড রঙে সেলের জন্য পাওয়া যাবে.
এই স্মার্টফোনটির সবচেয়ে অসাধারন ফিচার এর 16 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এর সঙ্গে এতে ইনবিল্ড সাপোর্ট LED ফ্ল্যাশও আছে. এই স্মার্টফোনটিতে 9টি বিউটি মোডস আছে. এই ডিভাইসটি মেটাল বডি ডিজাইন যুক্ত. এটির থিকনেস 7.5mm. এর সঙ্গে কোম্পানি এতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরাও দিয়েছে.
আরো দেখুন: Samsung Galaxy J7 2017 3GB র্যাম এর সঙ্গে GFX বেঞ্চে দেখা গেছে
Nubia M2 Lite এর অন্যান্য স্পেকস গুলি এবার দেখে নেওয়া যাক. এতে 5.5 ইঞ্চির HD ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 1280×720 পিক্সাল. এতে অক্টা-কোর মিডিয়াটেক MT6750 প্রসেসারও আছে. এটি মালী- T860 GPU যুক্ত. এতে 4GB র্যাম এর সঙ্গে 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়.
এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমের নুবিয়া UI 4.0 তে কাজ করে. এতে 3000mAh এর ব্যাটারি আছে. এটি 4G LTE, ব্লুটুথ 4.0, ওয়াই-ফাই 802.11 b/g/n/a আর একটি মাইক্রো USB পোর্ট যুক্ত.
আরো দেখুন: Reliance Jio এবার তাদের Jio Fi 4G হটস্পটে দিচ্ছে 100% ক্যাশ ব্যাক
আরো দেখুন: Vodafone এবার তাদের গ্রাহকদের দিচ্ছে 36GB 4G ডাটা