Oppo Reno 8T-তে মিলছে বাম্পার ছাড়! 2,000 কমে কিনুন এই ফোন, কীভাবে আর কোথায়? দেখুন

Updated on 11-Apr-2023
HIGHLIGHTS

Oppo Reno 8T ফোনটির আসল দাম 38,999 টাকা

এখন এই ফোনের উপর ফ্ল্যাট ডিসকাউন্ট হিসেবে 9,000 টাকা ছাড় মিলছে

এই ফোনে এক্সচেঞ্জ অফার থেকে ব্যাংক অফার সব পাবেন

Oppo Reno 8T ফোনটির উপর এখন ব্যাপক ছাড় মিলছে। Flipkart -এ এখন Oppo এর এই ফোনটির উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে। এই E-commerce সাইটে এখন মোবাইল বোনানজা সেল চলছে। আজই সেলের শেষ দিন। তাই আপনি যদি দারুন ক্যামেরা যুক্ত ফোন চান আর সস্তায় কোনও মিড রেঞ্জের ফোন বাড়ি আনতে চান তাহলে আপনার মনের এই ইচ্ছে পূরণ করে কম্বো প্যাক অফার করছে Flipkart। Oppo Reno 8T ফোনটি একটি মিড রেঞ্জের ফোন যার সাহায্যে আপনি দুর্দান্ত ছবি তুলতে পারবেন। দেরি না করে এখনই কিনে ফেলুন এটি। এমনই এই ফোনটির দাম 38,999 টাকা। কিন্তু এখন আপনি চাইলে এই ফোন 1,999 টাকার বিনিময়ে কিনতে পারবেন। কীভাবে? দেখুন। 

Flipkart এ Oppo Reno 8T ফোনের উপর ছাড়

1. Oppo Reno 8T ফোনটির আসল দাম 38,999 টাকা। এখন এই ফোনের উপর ফ্ল্যাট 9,000 টাকা ছাড় মিলছে। ফলে এখন এটা এমনই 29,999 টাকায় কেনা যাচ্ছে।

2. এই ফোনের উপর আছে Axis, HDFC, Kotak, SBI, ICICI ব্যাংকের অফার। এই ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে পাওয়া যাবে 3,000 টাকা ছাড়।  

3. এছাড়া এক্সচেঞ্জ অফার তো আছেই। আপনার পুরনো ফোন বদলে এই ফোন কিনলে আপনি 28,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আপনার পুরনো ফোনের অবস্থা যদি ভাল থাকে আপনি এই পুরো ছাড় পেতে পারেন। যদি 28,000 টাকাই ছাড় পান সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটাই সস্তা হবে এই ফোনের দাম। তখন 1,999 টাকায় কেনা যাবে এই ফোন। ফ্ল্যাট ডিসকাউন্টের 9,000 এবং এক্সচেঞ্জ অফারের 28,000 টাকা মিলিয়ে 38,999 টাকার ফোনটি এখন মাত্র 1,999 টাকায় কিনতে পারবেন।

কী কী ফিচার আছে এই ফোনে?

1. 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে এই ফোনে। 

2. 120 Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে রয়েছে এখানে। 

3. Snapdragon 695 5G প্রসেসরের সাহায্যে চলে এটি। 

4. এখানে আছে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 4800 mAh ব্যাটারি।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :