চ্যাটিং, ভিডিও পোস্ট, ইন্টারনেট ব্রাউজিং, গেমস খেলা, কথা বলা – আপনার স্মার্টফোনটিকে সারাদিন কত কিছুই না সহ্য করতে হয়৷ তাই দিনের শেষে সে যখন ব্যাটারি কমে যাওয়ার ইঙ্গিত দেয়, তখনই আপনার মুখ ভার হয়ে যায়৷ এবার সেই সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ বিজ্ঞানীরা জানাচ্ছেন, অদূর ভবিষ্যতে শুধুমাত্র আঙুলের ছোঁয়ায় মোবাইল চার্জ করার প্রযুক্তি মানুষের হাতে চলে আসবে।
আরও দেখুন : মাইক্রোম্যাক্স নিয়ে আসছে 5000-এর কম দামে দুর্দান্ত ফিচার্সের দু-দুটো স্মার্টফোন
মিচিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছেন এমন একটি ডিভাইস বা যন্ত্র তৈরির লক্ষ্যে, যা মানুষের শরীরের নড়াচড়া কিংবা স্পর্শ থেকে এনার্জি তৈরি করতে সক্ষম। এবার তাঁরা আশার আলো দেখতে পেয়েছেন। তাঁরা তৈরি করেছেন ন্যানোজেনারেটর নামের একটি ডিভাইস, যা মানুষের হাতের নড়াচড়া থেকে এনার্জি উৎপাদন করতে পারে। বিজ্ঞানীদের তরফে জানানো হয়েছে, পরীক্ষাগারে শুধুমাত্র মানুষের হাতের স্পর্শের সাহায্যে উৎপন্ন শক্তি দিয়ে ২০টি এলইডি লাইট জ্বালানো, একটি এলসিডি টাচস্ক্রিন এবং একটি ফ্লেক্সিবল কি-বোর্ড নিয়ন্ত্রণ করার মতো কাজ করা গিয়েছে। কোনওরকম ব্যাটারির সাহায্য ছাড়াই এই কাজ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গবেষকদলের সদস্য, মিচিগান স্টেট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর নেলসন সেপালভেদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমরা হিউম্যান মোশনের মাধ্যমে এনার্জি তৈরির উপযোগী ছোট আকারের ডিভাইস তৈরির পথে। এমন দিন বেশি দূরে নয়, যখন মানুষকে সপ্তাহে এক বার কিংবা হয়তো মাসে এক বার নিজের মোবাইল চার্জ করালেও চলবে। কারণ মোবাইল টাচ করলেই তাঁদের মোবাইল চার্জ হতে থাকবে।’’
অনেকগুলি পাতলা স্তর সম্পন্ন সিলিকন ওয়েফার তৈরির মাধ্যমে শুরু হয়েছিল এই অভিনব যন্ত্র তৈরির প্রক্রিয়া। বিজ্ঞানীরা জানিয়েছেন, ন্যানোজেনারেটর তৈরি করা হচ্ছে রুপো, পলিমাইড, এবং পলিপ্রোপাইলিন ফেরোলেক্ট্রেট নামের উপাদান দিয়ে— যেগুলি পরিবেশ বান্ধব। ফলে এই ডিভাইস ব্যবহারের ফলে পরিবেশ দূষণের আশঙ্কাও থাকছে না।
আরও দেখুন : সামসাং আনছে বইয়ের মতো ভাঁজ করা জোড়া স্ক্রিনওয়ালা স্মার্টফোন – রিপোর্ট
আরও দেখুন : আইডিয়ার নিয়ে আসল একটি নতুন অফার, এখন ভারতে কোথাও বিনামূল্যে করুন আনলিমিটেড কল