Samsung -এর জনপ্রিয় এবং ব্যয়বহুল ফোন Samsung Galaxy S20 -এর সস্তার ভার্সন হল Samsung Galaxy S20 FE ফোনটি। তবে এই ফোনটির দামও কিন্তু বেশ বেশি। তবে দাম অনুপাতে এখানে তেমনই দারুন ক্যামেরা সহ শক্তিশালী ব্যাটারি পাবেন। সঙ্গে মিলবে দারুন পারফরমেন্স। কিন্তু এখন এই ফাটাফাটি ফোনটি আর সাধ্যের বাইরে নয়। বরং পকেট ফ্রেন্ডলি দামে মিলছে। এটির আসল দাম 74,999 টাকা হলেও, এখন এই ফোন মাত্র 9,999 টাকায় কেনা যাচ্ছে Amazon থেকে। কীভাবে সেটা সম্ভব? দেখুন।
1. এই ফোনের যে 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল আছে সেটার আসল দাম হল 74,999 টাকা। কিন্তু Amazon এখন এমন এক দুর্দান্ত ছাড় এনেছে যাতে আপনি এটা মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। এই ফোনের উপর এখন ফ্ল্যাট 53% ছাড় মিলছে। অর্থাৎ এটি এখন মাত্র 34,990 টাকায় কেনা যাচ্ছে। এক ধাক্কায় আপনি বাঁচাতে পারছেন 40,000 টাকা!
2. এবার এটার সঙ্গে যুক্ত হচ্ছে এক্সচেঞ্জ অফার থেকে ব্যাংক অফার। এক্সচেঞ্জ অফারের ক্ষেত্রে গ্রাহকরা এই ফোনে পাবেন 25,000 টাকা পর্যন্ত ছাড়। অর্থাৎ আপনি আপনার পুরনো ফোন বিক্রি করে এটা কিনলে পাবেন 25,000 টাকার ছাড়। তবে এই টাকা কতটা আপনি পাবেন সেটা পুরোপুরি নির্ভর করবে আপনার বর্তমান ফোনের অবস্থার উপর। ফলে ফ্ল্যাট ডিসকাউন্টের সঙ্গে যদি এক্সচেঞ্জ অফার জোড়া যায় তাহলে আপনি এই 74,999 টাকার ফোনটি পাবেন মাত্র 9,999 টাকায়।
3. এছাড়া ব্যাংক অফার আছে যেমনটা বলছিলাম। HSBC ব্যাংকের গ্রাহক 250 টাকার ক্যাশব্যাক পাবেন যদি তাঁরা এই ফোন ক্রেডিট কার্ডের সাহায্যে কেনেন। ফলে সুযোগ হাতছাড়া হওয়ার আগে এখনই এই ফোন নজরকাড়া দামে কিনুন।