Poco F1 ফোনটিকে এই স্পেশাল আপডেট দেওয়া হল

Poco F1 ফোনটিকে এই স্পেশাল আপডেট দেওয়া হল
HIGHLIGHTS

Poco F1 ফোনটি 960fps স্লোমোশান ভিডিও রেকর্ড আর এনহ্যান্সড লো লাইট মোডের সঙ্গে MIUI 10.2.2.0 র গ্লোবাল স্টেবেল আপডেট পাওয়া শুরু করেছে, এই খবর কিছু ইউজারের রিপোর্টের মাধ্যমে জানা গেছে

বৈশিষ্ট্য

  • 120fps আর 240fps ফ্রেম রেট সাপোর্ট করত
  • V10.2.2.0 PEJMIXM বিল্ড যুক্ত ফোন এটি
  • এই ফোনে 311MB সাইজ আছে

 

Xiaomi র সাব ব্র্যান্ড POCO F1 স্মার্টফোনটি MIUI 10.2.2.0 গ্লোবাল স্টেবেল আপডেট পাওয়া শুরু করেছে। আর আপনাদের বলে রাখি যে চিনের মোবাইল কোম্পানি এই আপডেট স্লো মোড 960 ফ্রেম প্রতি সেকেন্ডে দিচ্ছে। আর এর সঙ্গে লো লাইট মোড আরও ভাল করা হচ্ছে। আর এর সঙ্গে POCO F1 ফোনটির এই আপডেটের বিল্ড নাম্বার V10.2.2.0PEJMIX আর এই আপডেটের ফাইনাল সাইজ 311MB। আর আপনাদের বলে রাখি যে এই আপডেট রোল আউট করার সঙ্গে সঙ্গে ইউজারনেম রিপোর্টের মাধ্যমে জানা গেছে। Poco India র জেনারেল ম্যানেজার C Manmohan গত সপ্তাহে এই আপডেটের বিষয়ে বলেছিলেন।

আপনাদের বলে রাখি যে সাওমির POCO F1 ফোনটির জন্য Android Pie য়ের নির্ভর MIUI 10 Global স্টেবেল রোম আপডেট পেয়েছে আর এর পরে অন্য নতুন আপডেট এসেছে। MIUI 10 য়ের এই লেটেস্ট আপডেটের পরে এবার POCO F1 ফোনটি 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ভিডিও কল করতে পারবেন। আর লো লাইট মোডে অন্ধকারে ভাল ছবিও তোলা যাবে।

Poco র আন্তর্জাতিক হেড Alvin Tse টিউট করে জানিয়েছেন যে MIUI 10.2.2.0 আপডেটে বেশ কিছু বাগ ফিকস আছে। আর টুইট অনুসারে আগামী কিছু দিনে সব POCO F1 ফোনে এই আপডেট আসবে। আর টুইটে এও বলা হয় যে আপডেটে লেটেস্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ থাকবে।

আর ইউজার্সরা এই আপডেট 2018 র সিকিউরিটি প্যাঞ্চের মাধ্যমে পাচ্ছে।

Xiaomi POCO F1

Xiaomi Poco F1 য়ের আউট অফ দ্যা বক্স অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর MIUI 9.6 আছে আর এটি অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর MIUI 10 আপডেট পাচ্ছে। আর এর সঙ্গে ডুয়াল সিম আছে। POCO F1 ফোনটিতে 6.18 ইঞ্চির ডিসপ্লে আছে যা 2.5D কার্ভড গোরিলা গ্লাস প্রোটেকশান যুক্ত। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসার আছে যা লিকুইড টেকনলজির সঙ্গে এসেছে।

এই ফোনে 6GB আর 8GB র‍্যাম আছে। আর Xiaomi POCO F1 ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। ফোনের প্রাইমারি সেন্সার 12MPআর সোনি IMX 363 সেন্সার।আর অন্যটি 5MP র স্যামসাং ডেপথ সেন্সার যুক্ত। ফ্রন্ট ক্যামেরাতে 20MP র HDR আর AI বিউটি ফিচার আছে। আর এই ফোনে ইনফারেড লাইট আছে যা ফেস আনলক যুক্ত।

POCO F1 ফোনটিতে 64GB আর 128GB স্টোরেজ আর 256GB স্টোরেজ পাবেন। আর এই ফোনে 4000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।   

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo