Xiaomi Mi A2 মোবাইল ফোনের দাম কমল, এবার 13,999 টাকায় পাওয়া যাবে
সম্প্রতি 2018 সালের নভেম্বর মাসে Xiaomi Mi A2 ফোনটির দাম 1,000 টাকা কমেছিল আর এবার আরও একবার এই সাওমি ফোনটির দাম কমল
বৈশিষ্ট্য
- Xiaomi MI A2 মোবাইল ফোনটির দাম পার্মানেন্টলি কমল
- Xiaomi MI A2 মোবাইল ফোনটি 4GB মডেল এবার আপনারা 13,999টাকায় কিনতে পারবেন
- আর Xiaomi Mi A2 ফোনের 6GB ভেরিয়েন্টটি এবার আপনারা 15,999 টাকায় কিনতে পারবেন
Xiaomi তাদের Xiaomi Mi A2 ফোনটির দাম আরও একবার কমাল আপনাদের বলে রাখি যে এবার এই ফোনটি 13,999 টাকায় কেনা যাবে। এই ফোনটির 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এবার 13,999 টাকায় কেনা যাবে, আগে এই ভেরিয়েন্টটির দাম ছিল 15,999 টাকা। আর এছাড়া আমরা যদি 6GB র্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টটি দেখি তবে এর দাম আগে ছিল 18,999 টাকা আর এখন এটি 15,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটির 4GB র্যাম ভেরিয়েন্টটি 16,999 টাকায় আর 6GB র্যাম ভেরিয়েন্টটি 19,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
সম্প্রতি কোম্পানি Mi A2 ফোনটির সঙ্গে Xiaomi Redmi Note 5 Pro আর Redmi Y2 ফোনের দাম 1,000 টাকা কমিয়েছিল। তবে কোম্পানি এছাড়া এই বছর 5টি ঘোষনা করেছে। আর আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানির পাঁচ বছর হয়ে গেছে। আর দাম কমানোর কোম্পানির প্রথম ঘোষনা বাকি ঘোষনা হওয়া বাকি আছে।
আর আমরা যদি Xiaomi Mi A2 ফোনটির বিষয়ে দেখি তবে এই ফোনে 5.99 ইঞ্চির একটি FHD+ ডিসপ্লে দেওয়া হচ্ছে, আর এর সঙ্গে এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 আছে। আর এই ফোনে 4GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ দেওয়া হয়েছে আর আপনারা এই স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন।
এই ডিভাইসে একটি 12MP র আর একটি 20MP র ক্যামেরা দেওয়া হয়েছে, আর এই ফোনের ফ্রন্টে একটি 20MP র ক্যামেরা আছে। আর এই ফোনটি স্টক অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে আপনারা 3,000mAh য়ের ব্যাটারি পাবেন আর যা কুইক চার্জ 4+ সাপোর্ট করে।