18:9 য়ের ট্রেন্ডিং ডিসপ্লে যুক্ত Nokia র নতুন দুটি স্মার্টফোন FCC সার্টিফিকেশান পেল

18:9 য়ের ট্রেন্ডিং ডিসপ্লে যুক্ত Nokia র নতুন দুটি স্মার্টফোন FCC সার্টিফিকেশান পেল
HIGHLIGHTS

এখনও এটা বলা যাবে না যে এই ডিভাইসটি কবে আর কি নামে লঞ্চ করা হবে

HMD গ্লোবাল Nokia 7 Plus ফোনটিতে 18:9 য়ের ট্রেন্ডিং ডিসপ্লে নিয়ে এসেছে আর এবার কোম্পানি আরও একটি ডিভাইসে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে নিয়ে আসার চেষ্টায় আছে। আর FCCতে TA-1057 আর TA-1063 মডেল নম্বরের সঙ্গে Nokia ফোন দেখা গেছে। এটা বলা হয়েছে যে এই ডিভাইসটিতে 18:9 ডিসপ্লে থাকবে কিন্তু স্ক্রিন সাইজ আর টাইপের বিষয়ে কিছু বলা হয়নি।

FCC ডকুমেন্টস অনুসারে দুটি মডেলের একটি ফোনে সিঙ্গেল সিম আর অন্য ফোনটিতে ডুয়াল সিম ভেরিয়েন্ট আছে। আর এদের মধ্যে NFC আর 2,900mAh(~3000mAh) ব্যাটারি যুক্ত হতে পারে। Nokia TA-1057 আর Nokia TA-1063 স্ন্যাপড্র্যাগন 600 সিরিজের কোন চিপসেটের সঙ্গে আসতে পারে। তবে এখনও এটা বলা যাবেনা যে এই ডিভাইস গুলি কোন কোন নামে লঞ্চ করা হবে।

ব্লুটুথ স্পিকারে গান শোনা এবার হবে আরও মজা

HMD গ্লোবাল 29 মে রাশিয়াতে একটি ইভেন্টের আয়োজন করেছে আর এখানে এই ডিভাসি গুলি লঞ্চ করা হতে পারে। কোম্পানি এই বছর Nokia 3 আর Nokia 5 য়ের নতুন ভার্সান লঞ্চ করতে পারে আর এর সঙ্গে গুজবে এও শোনা যাচ্ছে যে Nokia X5 আর Nokia X7 স্মার্টফোনও কোম্পানি লঞ্চ করতে পারে।

সম্প্রতি কোম্পানি Nokia X6 স্মার্টফোনটি লঞ্চ করেছিল যাতে 5.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছিল  আর এর রেজিলিউশান ছিল 1080×2280পিক্সাল। আর এই ডিভাইসটি 2.5D কার্ভ গ্লাস ডিসপ্লের সঙ্গে গোরিলা গ্লাস 3য়ের সুরক্ষার সঙ্গে লঞ্চ করা হয়েছে।

এটি কোম্পানির প্রথম এমন ডিভাইস যাতে iPhone X য়ের মতন ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া ফোনটিতে কোম্পানি একটি ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছে আর এই ফোনে AI ক্ষমতা ছাড়া HDR ফিচার ও আছে। আর এই ডিভাইসের সব থেকে বড় বিষয় এর 19:9 অ্যাস্পেক্ট রেশিও। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 অক্টা-কোর প্রসেসার আছে, আর এই ডিভাইসে 6GB র‍্যাম আর একটি 16 মেগাপিক্সালের ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনে কুইক চার্জ 3.0 সাপোর্ট করে। আর এছাড়া এটি অ্যান্ড্রয়েড 8.1 Oreo’র সঙ্গে লঞ্চ করা হয়েছে। আর এছাড়া এই ফোনটিতে গেমিংয়ের জন্য ডু নট ডিস্টার্বও দেওয়া হয়েছে।

ভায়াঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo