Nokia 8 ফোনটি অ্যান্ড্রয়েড পাইয়ের স্টেবেল আপডেট পেল
HMD গ্লোবাল টুইটের মাধ্যমে জানিয়েছে যে Nokia 8 ফোনটি নতুন OS আপডেট পেয়েছে
বৈশিষ্ট্য
HMD গ্লোবাল টুইটের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে
এবার Nokia 8 ফোনটয়ি অ্যান্ড্রয়েড পাইয়ের স্টেবেল আপডেট পাবে
নোকিয়ার বেস কিছু ফোন এই নতুন OS য়ের আপডেট পেয়েছে
Enjoy the festivities with another fresh piece of from us – this time on Nokia 8! Phased roll out of #Android 9 Pie for #Nokia8 starts today.
— Juho Sarvikas (@sarvikas) December 19, 2018
HMD গ্লোবালের Nokia 8 ফোনটির জন্য অ্যান্ড্রয়েড 9 পাইয়ের স্টেবেল আপডেট এসেছে। আর এই আপডেট কোম্পানি নভেম্বরে দেবে বলেছিল কিন্তু কিছু সমস্যার কারনে কোম্পানি গত সপ্তাহে এর বিটা আপডেট দেওয়া শুরু করে। আর ফিনল্যান্ডের স্মার্টফোন কোম্পানি সেরা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য দিচ্ছে। আর কোম্পানির একজন চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvik টুইট করে জানিয়েছে যে Nokia 8 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়েরা আপডেট পাচ্ছে।
সম্প্রতি HMD বেশ কিছু নোকিয়া ফোনের জন্য গুগলের লেটেস্ট অপারেটিং সিস্টেম আপডেট করেছে কিন্তু Nokia 8 ফোনটির ইউজার্সদের এই আপডেটের জন্য একটু বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।
এক বছরের Nokia 8 ফোনটি এবার অ্যান্ড্রয়েড পাইয়ের সেটেবেল আপডেট পাচ্ছে আর এই আপডেট OTA র মাধ্যমে পাওয়া যাবে। HMD জানিয়েছে যে এই আপডেট ফেস ম্যানারে দেওয়া হচ্ছে। আর এর মানে এই যে Nokia 8 ফোনটির কিছু ইউনিট এবার এই নতুন আপডেট পেতে পারে তবে এর জন্য একটু অপেক্ষা করতে হবে।
একদিনে যখন সফটোইয়্যার এক্সপিরিয়েন্সের বিষয়ে কথা হচ্ছে তখন HMD তাদের ইউজার্সদের সেরা স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেস ডেলিভার করবে। Nokia র বেশ কিছু ফোন গুগল অ্যান্ড্রয়েড ওয়ানের সফটোয়্যার নির্ভর আর ব্লেরেটার ফির ছিল আর এগুলি রেগুলার সফটোয়্যার আপডেট, ইম্প্রুভমেন্ট আর বাগ ফিক্স পাওয়া গেছে।
আর যদি এই নোকিয়া স্মার্টফোনটির বিষয়ে বলা যায় তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসে একটি 13MP র ক্যামেরা সেন্সার ব্যাকে দেওয়া হয়েছে আর যা ফেস ডিটেকশান আর অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান যুক্ত। আর এছাড়া সেলফি ইত্যাদির জন্য এই স্মার্টফোনে একটি 13MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনে স্ন্যাপড্র্যাগন 835 চিপসেট আর একটি 3090mAh য়ের ব্যাটারি আছে।