এবার অফলাইনেও Nokia 6.1 Plus ফোনটি পাওয়া যাচ্ছে

এবার অফলাইনেও Nokia 6.1 Plus ফোনটি পাওয়া যাচ্ছে
HIGHLIGHTS

Nokia 6.1Plus ফোনটি লঞ্চের পরে ফ্লিপকার্ট আর নোকিয়ার অনলাইন স্টোরে পাওয়া যেত আর এবার এই স্মার্টফোনটি 15,499 টাকা দামে অফলাইনেও পাওয়া যাচ্ছে

আপনারা যদি Nokia 61. Plus ফোনটি কিনতে চান তবে এবার এই ফোনটি কেনা সহজ হয়ে গেছে। লঞ্চের সময়ে এই ফোনটি শুধু ফ্লিপকার্ট আর নোকিয়ার অনলাইন স্টোর থেকেই কেনা যেত। আর এবার এই Nokia 6.1 Plus ফোনটি অফলাইনেও কেনা যাবে।

Nokia 6.1 Plus ফোনটি ভারতে 15,999 টাকায় লঞ্চ করা হয়েছে। এই ফোনটি অফলাইন চ্যানেলে 15,499 টাকায় কেনা যাবে। HMD গ্লোবাল বলেছে যে এই স্মার্টফোনটি দেশের সব বড় ডিটেল স্টোর্সে কেনা যাবে।

এই ফোনে ইউজার্সরা গ্লসি হোয়াইট, গ্লাস ব্যাক আর গ্লসি মিডনাইট ব্লু কালারে পাবেন। আর এই ডিভাইসটির অফিসিয়াল দাম 500 টাকা কমানো হয়েছে আর এর পরে এই ফোনটি 15,499 টাকায় কেনা যাবে।

Nokia 61. Plus ফোনটির স্পেসিফিকেশান

Nokia 6.1 Plus ফোনটি এজ-টু-এজ ডিসপ্লে যুক্ত। আর এই ফোনে 5.8 ইঞ্চির FHD+(2280×1080) ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনটি ফ্রন্ট আর ব্যাকে গোরিলা গ্লাস 3 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে।

Nokia 61. Plus ফোনটিতে অক্টা কোর স্ন্যাপড্রাগন 636 চিপসেট, 4GB র‍্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 400GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর Nokia 6.1 Plus ফোনটি অ্যান্ড্রয়েড ওয়ান ডিভাইসের আর এর মানে এই যে এই ডিভাইসটি সময়ে সময়ে সিকিউরিটি আপডেট পাবে আর ভবিষ্যতে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 9 পাই য়ের আপডেট পাবে। আর Nokia 6.1 Plus আর Nokia 5.1 Plus ফোনটি দুটিই গুগল লেন্স যুক্ত।

Nokia 6.1 Plus ফোনটির ব্যাকে 16MP আর 5MP র ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে আর সেখানে এই ডিভাইসের ফ্রন্টে 16MP র ক্যামেরা আছে আর এর অ্যাপার্চার f/2.0। আর ক্যামেরা AI সাপোর্ট করে আর এই ছবির কোয়ালিটি আর বোখে এফেক্টে উন্নতি করেছে। ডুয়াল সিমের Nokia 6.1 Plus ফোনটিতে 3,060mAH য়ের ব্যাটারি আছে আর এটি USB টাইপ C য়ের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo