NOKIA 6.1 অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেট পাওয়া শুরু করেছে

Updated on 09-Jan-2020
HIGHLIGHTS

এই আপডেটের সাইজ 1444.3MB (1.5GB)

সম্প্রতি Nokia 6.1 Plus আর Nokia 7 Plus ফোন দুটি অ্যান্ড্রয়েড 10 আপডেট পেয়েছিল

HMD Global তাদের Nokia 6.1 Plus আর Nokia 7 Plus ফোনের জন্য সম্প্রতি লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম আপডেট দিয়েছে। আর এবার কোম্পানি Nokia 6.1 য়ের জন্যও এই আপডেট রোল আউট করেছে। আর নোকিয়া মোবাইল টুইটারের মাধ্যমে এই আপডেটের বিষয়ে জানিয়েছে। নোকিয়া অ্যান্ড্রয়েড 10 য়ের আপডেটে নতুন ফিচার্স আসবে।

Nokia 6.1 য়ের জন্য অ্যান্ড্রয়েড 10 আপডেট সিস্টেম ওয়াইড ডার্ক মোড, জেসচার নেগিভেশান আর স্মার্ট রিপ্লাই ফিচার আছে। Nokia 6.1 ফোনের গ্রাহকরা বেশি প্রাইভেসি কন্ট্রোল, আর অন্য অনেক ফিচার্স পাবেন। Nokia 6.1 ফোনের আপডেটে ডিসেম্বর 2019 য়ের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ আছে। Nokia 6.1 অ্যান্ড্রয়েড 10 য়ের v4.10C নামে মার্ক করা হ্যেচধে আর এটির সাইজ 1444.3MB (1.5GB) ।

আর আপডেট সাইজ মেনার রোল আউট করা হয়েছে যা আপনাদের এই আপডেটে একটু অপেক্ষা করাবে। গ্রাহকরা এই আপডেট ডাউনলোড করার নোটিফিকেশান পাবেন। আর আপডেট চেক করার জন্য গ্রাহকদের সেটিংস অপশান ডার্ক অ্যাবাউট ফোণে গিয়ে সেখান থেকে সিস্টেপ আপডেটে ট্যাপ রক্তে হবে। আর কোম্পানি তাড়াতাড়ি Nokia 2.2, Nokia 3.1 Plus, Nokia 3.2, আর  Nokia 4.2 র আপডেট রিলিজ করতে পারে। নোকিয়া অ্যান্ড্রয়েড 10 য়ের রোডম্যাপ ভিত্তিতে ফোনে 2020 র প্রথম কোয়াটারে লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 আপডেট দেবে।

আর এর স্পেক্স যদি দেখি তবে আপনাদের জানিয়ে রাখি যে এই ডিভাইসে আপনারা 5.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পাবেন আর এটফি FHD রেজিলিউশান যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 16:9। আর এই ফোনে আপনারা গোরিলা গ্লাসের সুবিধা পাবেন আর এর ন্সগে এই ফোনে 8 কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা 3GB আর 4GB র‍্যাম পাবেন।

ভারতে এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট আছে। আর এই ফোনের ক্যামেরাতে 16MP র ক্যা,এরা আছে আর ফোনের ফ্রন্টে আছে 8MP র ক্যামেরা। ফোনে আছে 3000mAh য়ের ব্যাটারি।

Connect On :