Realme C1(2019) ফোনটি 32GB ভেরিয়েন্টেটি ওপেন সেলে পাওয়া যাচ্ছে

Updated on 13-Feb-2019
HIGHLIGHTS

Relame C1(2019) ফোনটি ফ্লিপকার্টে প্রথম সেল হয়েছে আর এবার এই ফোনের 32GB ভেরিয়েন্টটি ওপেন সেলে পাওয়া যাবে

Realme C1 (2019) ফোনটি গত বছরের তুলনায় বেশি মেমারির সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এবার এই ফোনটি ভারতে ওপেন সেলে পাওয়া যাচ্ছে। 12ফেব্রুয়ারি এই ফোনটি ফ্লিপকার্টে দুপুর 12টার সময়ে ফ্ল্যাশ সেলে এসেছিল। আর এবার এই ফোনটির 32GB ভেরিয়েন্টটি ফ্লিপকার্টে ওপেন সেলে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটি প্রায় তিনবার ফ্ল্যাশ সেলে এসেছে আর এবার এই ফোনটি ওপেন সেলে এসেছে। আর এই ডিভাইসটি লঞ্চ হওয়ার সময়ে কোম্পানি বলেছিল যে এই ফোনটি ইউজার্সদের ফিডব্যাকের পরে লঞ্চ করা হয়েছে।

Relme C1(2019) ফোনের দাম

Relame C1(2019) ফোনটি গত বছর লঞ্চ হওয়া Relame C1 স্মার্টফোনের আপডেটেড মডেল আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে। আর এই স্মার্টফোনের একটি ভেরিয়েন্টে 2GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে আর সেখানে এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্টটি 3GB র‍্যাম আর 32GB স্টোরেজে লঞ্চ করা হয়েছে। আর এর আগের বছরের মডেলে শুধু 2GB র‍্যাম আর 16GB স্টোরেজ ছিল। Realme C1 (2019) ফোনটির 2GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 7,499 টাকা আর সেখানে এই ফোনের 3GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 8,499 টাকা।

Realme C1(2019) ফোনের স্পেসিফিকেশান

Relame C1(2019) ফোনটি এর আগের জেনারেশানের ফোনের থেকে খুব একটা আলাদা নয় প্রায় একই ধরনের স্পেক্স অফার করে। এই ফোনে আপনারা প্লাস্টিক বডি ডিজাইনের সঙ্গে একটি বড় ডিসপ্লে পাবেন। এই ফোনে 6.2 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1520×720 পিক্সাল। আর এই ফোনের HD+ রেজিলিউশানের আর এর অ্যাসেপক্ট রেশিও 19:9। আর এই ফোনটির টপে একটি নচ আছে।

এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 450 SoC আর অ্যাড্রিনো 506 GPU আছে। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে 13 আর2 মেগাপিক্সালের ডুয়াল রেয়ার ক্যামেরা ছে আর এই ফোনে সেলফি নেওয়ার জন্য 5 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। Realme C1(2019) Wi-Fi, ব্লিটুথ আর GPS যুক্ত। আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর Colo OS 5.2 তে কাজ করে।

Connect On :