Oppo তাদের সাব ব্র্যান্ডের মধ্যে Realme 1 স্মার্টফোনটি লঞ্চ করেছিল। জা এক্সক্লিউশিভ ভাবে অ্যামাজনের অনলাইন সেলে সাওমির স্মার্টফোনকে প্রতিযোগিতায় ফেলার জন্য লঞ্চ করা হয়। এই ডিভাইসের 3GB+32GB আর 6GB+128GB ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছিল। কোম্পানি টিজারের মাধ্যমে বলেছিল যে এই ডিভাইসের 4GB+64GB ভেরিয়েন্ট আসবে আর এবার কোম্পানি টুইটারের মাধ্যেম এই ডিভাইসটি এই মাসে লঞ্চ হবে বলে জানা গেছে।
https://twitter.com/realmemobiles/status/1006492801662529536?ref_src=twsrc%5Etfw
Realme র অফসিয়াল টুইট অ্যাকাউন্টে Reamlme 1 Silver Limited Edtion লঞ্চ করা হবে বলা হয়েছে। এই মডেলের 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে আসবে আর এর দাম হবে 10,990টাকা। আর টুইটে জানা গেছে যে Silver LimiTED Edtion মডেলটি 18জুন সেলের জন্য পাওয়া যাবে। এই ডিভাইসের 3GB+32GB ভেরিয়েন্টের দাম 8,990টাকা। আর এর 6GB+128GB ভেরিয়েন্টের দাম 13,990টাকা।
এই স্মার্টফোনটিতে আপনারা একটি 6ইঞ্চির FHD + ডিসপ্লে পাবেন। আর এছাড়া এতে একটি মিডিয়াটেক হেলিও P60 চিপসেট পাবেন আর এই ফোনে ডুয়াল 4G সাপোর্টের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে আপনারা একটি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট পাবেন। ফোনে একটি 3410mAhয়ের ক্ষমতা যুক্ত ব্যাটারি আছে আর এটি AI ম্যানেজমেন্ট যুক্ত।
এই ফোনটিতে অ্যান্ড্রয়েড Oreo 8.1 নির্ভর কালার অপারেটিং সিস্টেম 5.0র সঙ্গে লঞ্চ করা হ্যেহিল। এই ডিভাইসে অক্টা কোর মিডিয়াটেক P60 SoC আছে। আর এই ডিভাইসে কোম্পানির তরফে 13মেগাপিক্সালের রেয়ার আর 8মেগাপিক্সাএল্র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে একটি স্পেশাল বিষয় এই যে এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার না থাকলেও এতে কোম্পানি ফেস আনলক ফিচার দিয়েছে।