HUAWEI MATE 20 PRO ফোনটি অ্যান্ড্রয়েড 10 পাওয়া শুরু করেছে

Updated on 15-Oct-2019
HIGHLIGHTS

হুয়াওয়ের এই ফোনে এল অ্যান্ড্রয়েড 10

আর রিপোর্ট অনুসারে তা একটি OTA র মাধ্যমে এসেছে

সম্প্রতি হুয়ায়াওয়ের Huawei Mate 30 Pro ফোনটি গুগলের লেটেস্ট অ্যান্ড্রয়েড সফটোয়্যার আপডেট মানে অ্যান্ড্রয়েড 10 পাচ্ছে। আর সেখানে রিপোর্ট অনুসারে কিছু জায়গায় এটি OTA র মাধ্যমে আপডেট পেয়েছে। আর রিপোর্ট অনুসারে নেদারল্যান্ডের কিছু গ্রাহকরা জানিয়েছেন যে তারা EMUI 10 আপডেট পেয়েছে যা অ্যান্ড্রয়েড 10 নির্ভর।

এই আপডেট সেপ্টেম্বর 2019 য়ের সিকিউরিটি প্যাচের সঙ্গে এসেছে। আর সেখানে EMUI 10 ডিজাইনের সঙ্গে নতুন ফিচার্সের সঙ্গে অ্যান্ড্রয়েড 10 পাচ্ছে। আর এই আপডেটের সাইজ  4.42GB আর এর বিল্ড নাম্বার 10.0.0.136। আর এখনই এই আপডেট গ্রাহকরা পায় নি। আর তাই বাকি গ্রাহকদের এই আপডেটের জন্য একটু অপেক্ষা করতে হবে।

Huawei Mate 20 Pro ফোনে 6.39 ইঞ্চির QHD+ পাব্লিসবেলে OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এতে আছে Kirin 980 SoC। আর এতে আপনারা 6GB র‍্যামের সঙ্গে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবেন। আর এই ডিভাইসে আপআন্রা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করতে পারবেন। আর তে NM কার্ড এক্সপেক্ট করে 256GB পর্যন্ত স্টোরেজ অপশান আছে।

ক্যামেরা সেটআপে এই Huawei Mate 20 Pro ফোনে 40MP র ক্যামেরার সঙ্গে 20MP র আর 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Connect On :