সীমিত সময়ের জন্য HONOR 8C ফোনের দাম কমল

Updated on 03-Jul-2019
HIGHLIGHTS

এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়া থেকে কেনা যাবে

ফোনে একটি 4000mAH য়ের ব্যাটারি আছে

এই ফোনটির প্রাথমিক দাম 9,999 টাকা

সম্প্রতি হনারের ফোন Honor 8C র দাম কমেছে। হুয়াওয়ের সাব ব্র্যান্ড হনারের ফোন Honor 8C এর আগে 9,999 টাকায় কেনা যেত আর এবার এই ফোনটির 8,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটির দাম সীমিত সময়ের জন্য কমানো হয়েছে।

ই কমার্স ওয়েবসাইট অ্যামাজন ডট ইনে এই ফোনটি এই দামে কেনা যাবে। এই Honor 8C ফোনটি 64GB স্টোরেজ আর 4000mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনটি 2018 সালের নভেম্বর মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,999 টাকা।

Honor 8C ফোনটির স্পেসিফিকেশান

Honor 8C ফোনটিতে আপনারা একটি 6.26 ইঞ্চির ফুল ভিউ HD+ ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আপনারা একটি নচও পাবেন। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 632 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনটি 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ আর 64GB স্টোরেজে পাওয় যাবে।

এই ফোনে আপনারা একটি আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন। আর এই ফোনে একটি 4000mAh য়ের ব্যাটারি আছে। ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে আপনারা EMUI 8.2 পাবেন।

আর এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরাতে 13MP+2MP ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনের ফ্রন্টে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।

Connect On :