ASUS ROG ফোন অ্যান্ড্রয়েড 9 পাই য়ের আপডেট পাচ্ছে

ASUS ROG ফোন অ্যান্ড্রয়েড 9 পাই য়ের আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

আসুস তাদের ROG ফোনের জন্য অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট দিচ্ছে’

এই আপডেটের ভার্সান নাম্বার v16.0410.1910.91

আর এই আপডেট ব্যাচ বাই ব্যাচ দেওয়া হচ্ছে

আসুসের প্রথম ROG ফোনে অবশেষে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট এসেছে। আর এই ফোনটির আপডেট ভার্সান নাম্বার v16.0410.1910.91 যা অ্যান্ড্রয়েড 9 পাই বেসড, আর এই ফোনের আপডেটে বেশ কিছু ফিচার আর পরিবর্তন এসেছে। কোম্পানির অফিসিয়াল ফোরামের পোস্ট অনুসারে এই আপডেট ব্যাচ বা ব্যাচ দেওয়া হচ্ছে, আর তাই এটি আর কয়েক দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে।

ফোরামে এই  চেঞ্জের বিষয়ে যা বলা হয়েছে

  • সিস্টেমকে অ্যান্ড্রয়েড P তে আপডেট করুন
  • এবার পেজ মার্কার, ZeniMoji, সেফগার্ডের রিপোর্ট লোকেশান, ওয়েদার অ্যানিমেহস্না, আর AI চার্জিং রিমুব করুন
  • ফাইল ম্যানের অ্যাপ্লিকেশান রিমুভ
  • অ্যারোরা ক্রিয়েট নামের গেম স্নেটার নতুন ডিজাইনে আসবে
  • আর এর সঙ্গে সেটিংসে আসবে Adaptive brightness”, “Adaptive Battery”, “New notifications”, “Status bar icon manager”, “Screen recorder”,  আর  “Local backup”
  • নতুন ডিজাইন আর ফিচারের সঙ্গে গেম জিনি প্যানেল আসবে
  • আর এখানে অ্যান্ড্রয়েড P র “Swipe up on Home button” জেসচার আসবে
  • এটি 24 ঘন্টার ওয়েদার অ্যাপ্লিকেশান ফোরকাস্ট সাপোর্ট করবে
  • মোবাইল ম্যানেজার, কন্ট্যাক্টস, ফাইল ম্যানেজার, ক্যালকুলেটার, ক্লক, গ্যালারি আর ওয়েদার অয় অ্যাপলিকেশান রিভ্যাম্পড হবে
  • আর ভলিউম আর কন্ট্রোল প্যানেল রিডিজাইন হবে

যারা ROG ফোন ব্যাবহার করেন তারা ম্যানুয়ালিও এই আপডেট এসেছে কিনা এভাবে দেখতে পারেন- প্রথমে সেটিংসে যান সেখানে সিস্টেমে যান বা আপনি যদি জানেন যে কি করে ম্যানুয়ালি আপডেট চেজ করতে হয় তা করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo