স্মার্টফোন মেকার কোম্পানি নাথিং শীঘ্রই একটি নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে পারে। নাথিং এর আপকামিং Nothing Phone 3a এবং Nothing Phone 3a Plus সম্পর্কে সম্প্রতি একাধিক লিক প্রকাশ হয়েছে। এই দুটি স্মার্টফোন এখন IMEI ডেটাবেসে স্পট করা হয়েছে। এখন আশা করা হচ্ছে যে কোম্পানি শীঘ্রই এ স্মার্টফোন বাজারে চালু করতে পারে।
এখানেই শেষ নয়, কোম্পানি CMF Phone 2 ফোনটিও সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। এছাড়া ফ্ল্যাগশিপ নাথিং ফোন 3 আগামী বছর আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ডেটাবেস ওয়েবসাইটে স্পট হওয়ার পর এখন নাথিং ফোন 3এ এর লঞ্চের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: OnePlus 13 লঞ্চের দুই সপ্তাহ আগে OnePlus 12 ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত
লিক থেকে জানা গেছে কোম্পানি নাথিং ফোন 3এ ডিভাইসটি Steroids কোডনেম দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য আপকামিং নাথিং ফোনটি দুর্দান্ত ফিচার সহ আসবে। এতে আসা ক্যামেরা সেন্সরের কথা বললে, এতে টেলিফটো সেন্সর দেওয়া যেতে পারে। এর সাথে এতে আল্ট্রা জুম সহ ওয়াইড-এঙ্গেল লেন্সও পাওয়া যাবে। বলা হচ্ছে যে এই আপকামিং নাথিং ফোনে এইবার গ্রাহকরা ই-সিমও সাপোর্ট পাওয়া যেতে পারে।
নাথিং ফোন 3এ ডিভাইসে প্রসেসরও নতুন দেওয়া হবে। এই বার কোম্পানি গ্রাহকদের মিডিয়াটেক এর জায়গায় কোয়ালকম প্রসেসর দেওয়া যেতে পারে।
ফিচারের কথা বললে, নাথিং ফোন 3এ তে 6.8-ইঞ্চির ডিসপ্লে পাওয়া যেতে পারে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি Android 15 অপারেটিং সিস্টামে কাজ করবে।
অ্যান্ড্রয়েড অথোরিটি রিপোর্ট অনুযায়ী, নাথিং OS 3.0 এর সোর্স কোডে Asteroids Plus এবং Galaga কোডনেম স্পট করা হয়েছে। অনুমান করা হচ্ছে যে এই কোডনেম নাথিং ফোন 3এ প্লাস এবং সিএমএফ ফোন 2 এর হতে পারে। কোম্পানি পেরিস্কোপ ক্যামেরা সহ ফোন 3এ প্লাস লঞ্চ করতে পারে। বলে দি যে এই প্রথমবার যখন পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হবে নাথিং ফোনে।
লিক অনুযায়ী, সিএমএফ ফোন 2 ফোনে মিডিয়াটেক চিপসেট অফার করতে পারে কোম্পানি। তবে সিএমএফ ফোনে আগের মতোই ফিজিকাল সিমের সাপোর্ট দেওয়া হবে। নাথিং ফোন 3এ সিরিজটি 2025 সালের প্রথম তিন মাসে লঞ্চ করা যেতে পারে। তবে এখনও কোম্পানি তরফে আপকামিং নাথিং ফোনের লঞ্চিং নিয়ে কোনো অফিসিয়াল তথ্য দেওয়া হয়েনি।
আরও পড়ুন: Vodafone Idea লঞ্চ করল দুটি সস্তা রিচার্জ প্ল্যান, দাম 150 টাকার কম, জানুন সুবিধা কী