একগুচ্ছ AI ফিচার, 12GB RAM সহ আসছে Nothing Phone 3, জানুন কবে হবে লঞ্চ

Updated on 14-Jan-2025
HIGHLIGHTS

2025 সালে মার্চ মাসে Nothing আবারও তাদের ইউনিক ডিজাইন সহ নতুন স্মার্টফোন আনতে চলেছে

কোম্পানি Nothing Phone 3 বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে

নাথিং ফোন 3 ডিভাইসটি AI সহ কোম্পানির প্রথম ফোন হবে

নাথিং কোম্পানি 2023 সালের জুলাই মাসে Nothing Phone 2 লঞ্চের পর কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে চালু করেনি। তবে 2025 সালে মার্চ মাসে কোম্পানি আবারও তাদের ইউনিক ডিজাইন সহ নতুন স্মার্টফোন আনতে চলেছে। কোম্পানি Nothing Phone 3 বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আসলে কোম্পানির সিইও কার্ল পেই এর লিক ইমেল থেকে এ বিষয় জানা গেছে। আপকামিং নাথিং ফোন 3 কোম্পানির থার্ড জেনারেশন ফোন হবে।

একজন টিপস্টার, ইভান ব্লাস অনুযায়ী, পেই এর মেলের মাধ্যমে খবরটি নিশ্চিত হয়েছে। নাথিং ফোন 3 ডিভাইসটি AI সহ কোম্পানির প্রথম ফোন হবে।

আরও পড়ুন: Jio এবং Airtel থেকে 1600 টাকা সস্তা BSNL এর নতুন রিচার্জ প্ল্যান, 365 নয় 425 দিন পর্যন্ত চলবে

X (টুইটার) সাইটে টিপস্টার (@evleaks) ব্লাস ইমেল শেয়ার করেছেন, যেখানে পেই জানিয়েছে নাথিং ফোন 3 এর সাথে কোম্পানি পার্সনাল কম্পিউটিং ডিভাইস এর ইউজার এক্সপেরিয়েন্স নতুন করতে চান।

Nothing Phone 3 এর স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

নাথিং ফোন 3 তে 6.67-ইঞ্চি LTPO AMOLED স্ক্রিন হবে বলে আশা করা হচ্ছে। এটি 120Hz রিফ্রশ রেট এবং HDR10+ সাপোর্ট সহ আসে। পেই এর ইমেল অনুযায়ী, ডিভাইস কোয়ালকম এর Snapdragon 8 Gen 3 চিপসেট সহ আসবে। ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB UFS 4.0 স্টোরেজ সহ আসবে। আশা করা হচ্ছে যে নাথিংওএস 3.0 তে চলবে এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি থাকবে।

আপকামিং নাথিং ফোনে একটি একশন বোতামও দেওয়া হবে, যা আমরা Apple ফোনে দেখতে পাই।

আরও পড়ুন: 47 হাজার টাকা পর্যন্ত সস্তায় কিনুন 55 inch Smart TV, অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :