Carl Pei নিজেই ফাঁস করলেন Nothing Phone 2a ফোনের ভারতীয় দাম, শুনে চমকে যাবেন!

Carl Pei নিজেই ফাঁস করলেন Nothing Phone 2a ফোনের ভারতীয় দাম, শুনে চমকে যাবেন!
HIGHLIGHTS

Nothing Phone 2a স্মার্টফোনটি ভারতে 5 মার্চ লঞ্চ হতে প্রস্তুত

কার্ল পেই এখন আপকামিং নথিং ফোন 2a ফোনের ভারতীয় দাম প্রকাশ করে দিয়েছে

একটি ভিডিওতে পেই নিশ্চিত করেছে যে ভারতে নথিং ফোন 2a ফোনের দাম প্রায় 25,000 টাকা রাখা হবে

Nothing Phone 2a স্মার্টফোনটি ভারতে 5 মার্চ লঞ্চ হতে প্রস্তুত। তবে বাজারে আসার আগেই আপকামিং ফোনের ফিচার এবং ডিজাইন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কোম্পানি। ব্র্যান্ড সিইও, কার্ল পেই এখন আপকামিং নথিং ফোন 2a ফোনের ভারতীয় দাম প্রকাশ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয় বিস্তারিত।

Nothing Phone 2a ফোনের কত হবে দাম

একটি ভিডিওতে পেই নিশ্চিত করেছে যে ভারতে নথিং ফোন 2a ফোনের দাম প্রায় 25,000 টাকা রাখা হবে। তবে গ্রাহকরা আপকামিং ফোনটি 40,000 টাকার বেশি দাম অনুমান করেছিল। পেই আরও জানিয়েছে যে এই 5G ফোনটি আরও সস্তায় কেনা যাবে, যা 25,000 টাকার মধ্যে আসবে। তবে এটা সঠিক দাম নয়।

আরও পড়ুন: একধাপে 2 ফোনের দাম কমাল Redmi, 5000mAh ব্যাটারি এবং 6GB RAM সহ সস্তা ফোনের নতুন দাম জেনে নিন

সম্প্রতি জানা গেছে যে মিড-রেঞ্জের ফোনটি মেড-ইন-ইন্ডিয়া হবে। যার মানে নথিং ফোন 2a দেশেই তৈরি করা হচ্ছে।

Nothing Phone (2a) ফোনে কী থাকবে স্পেসিফিকেশন এবং ফিচার

স্পেক্সের কথা বললে, আপকামিং নথিং ফোনটি 6.7-ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে সহ আসতে ারে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করবে।

Nothing Phone 2a desig
Nothing Phone 2a desig

নথিং কোম্পানি নিশ্চিত করেছেন যে এটি MediaTek Dimensity 7200 Pro প্রসেসরে চলবে।

আপকামিং ফোনটি 12GB RAM এবং একটি RAM বুস্টার সহ আসবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য এতে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। এটি 50MP প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্সের সাথে পেয়ার করা হবে। সেলফির জন্য এতে 32MP এর ফ্রন্ট থাকতে পারে।

ফোনে পাওয়ার দিতে 45W ফাস্ট চার্জিং সহ 4500mAh ব্যাটারি থাকবে।

আরও পড়ুন: Samsung লঞ্চ করল 50MP ক্যামেরা এবং 6000mAh ব্যাটারি সহ কম দামি 5G ফোন, দাম জেনে অবাক হবেন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo