Nothing Phone 2a এর স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমে গেছে। ই-কমার্স সাইট Flipkart এ 26 সেপ্টেম্বর থেকে শুরু হবে Big Billion Days সেল। বিগ বিলিয়ান ডেজ সেল চলাকালীন হাজার হাজার টাকা কম দামে স্মার্টফোন কেনা যাবে।
এই বছরের শুরুতে লঞ্চ হওয়া নাথিং ফোন 2এ স্মার্টফোনটি 50MP দুর্দান্ত ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন মতো ফিচার সহ আসে। তবে ফ্লিপকার্ট সেল শুরু হওয়ার আগে নাথিং ফোন 2এ এর সেল প্রাইস প্রকাশ করে দেওয়া হয়েছে।
টিজার অনুযায়ী, নাথিং ফোন 2এ দুর্দান্ত ছাড়ে বিক্রি করা হবে। ফ্লিপকার্ট প্লাস মেম্বরদের জন্য এই সেল 26 সেপ্টেম্বর রাত 12টায় শুরু হয়ে যাবে। পাশাপাশি, বাকি ইউজারদের জন্য এই সেল 27 সেপ্টেম্বর থেকে শুরু হবে।
নাথিং ফোন 2এ ফোনটি ভারতে 23,999 টাকার শুরুর দামে লঞ্চ করা হয়েছিল। তবে লঞ্চ অফারের আওতায় এই ফোনটি সেলে মাত্র 18,999 টাকায় বিক্রি করা হবে। এই দামে ফোনের 8GB+128GB স্টোরেজ মডেল বিক্রি হবে।
এছাড়া নাথিং ফোন 2এ ফোনের নতুন আরেকটি ভ্যারিয়্যান্ট আনা হবে যা 8GB+256GB স্টোরেজ সহ আসবে। নতুন ভ্যারিয়্যান্টটি 20,999 টাকায় বিক্রি করা হবে।
তবে বলে দি যে লঞ্চের সময় নাথিং ফোন 2এ ফোনের দাম 29,999 টাকা ছিল তবে এখন এতে 11,000 টাকার ছাড় দেওয়া হচ্ছে। তবে সম্প্রতি নাথিং ফোন 2এ ফোনের দাম আগেই কমিয়ে দিয়েছিল কোম্পানি।
বিগ বিলিয়ান ডেজ সেলে নাথিং ফোনের পাশাপাশি, Google Pixel, Samsung, Apple iPhone, Xiaomi, Realme মতো স্মার্টফোনও সবচেয়ে কম দামে কেনার সুযোগ থাকবে।
নাথিং ফোন 2এ স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লের কথা বললে, নাথিং ফোনে 6.7-ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লে দেওয়া। ফোনটি 120Hz হাই-রিফ্রেশ রেট ফিচার সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে ডুয়াল সেন্সর রয়েছে। এতে 50MP মেইন সেন্সর এবং 50MP সেকেন্ডারি সেন্সর পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh এর ব্যাটারি এবং 45W USB টাইপ-সি ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.