Nothing Phone 2a: ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে আপকামিং নথিং ফোন, জানুন কী থাকবে বিশেষ

Nothing Phone 2a: ফ্লিপকার্ট থেকে বিক্রি হবে আপকামিং নথিং ফোন, জানুন কী থাকবে বিশেষ
HIGHLIGHTS

খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে Nothing Phone 2a স্মার্টফোন

সম্প্রতি এই ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart-এ দেখা গিয়েছিল

নথিং ফোন 2a ডিভাইসের কিছু ছবি স্পেসিফিকেশন সহ অনলাইনে লিক হয়েছে

ট্রান্সপেরেন্ট ডিজাইন সহ Nothing ফোন বেশ কয়েকদিন ধরেই চর্চায় রয়েছে। কোম্পানি তার আপকামিং ফোন নিয়ে অনলাইনে খবরে রয়েছে। খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে Nothing Phone 2a স্মার্টফোন। সম্প্রতি এই ফোনটি অনলাইন শপিং সাইট Flipkart-এ দেখা গিয়েছিল। আসুন জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনে কী বিশেষ ফিচার থাকবে।

Nothing Phone 2a ফোনের লাইভ ছবি ফাঁস

নথিং ফোন 2a ডিভাইসের কিছু ছবি স্পেসিফিকেশন সহ অনলাইনে লিক হয়েছে। লেটেস্ট লিক অনুযায়ী, আপকামি নথিং ফোনটি কালো রঙের বিকল্পে দেখা গেছে। পাশাপাশি, ফ্লিপকার্ট সাইটে নথিং ফোন 2a ফোনের জন্য একটি ডেটিকেটেড সাইট লাইভ করা হয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে ফোনটি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে বিক্রি করা হবে।

nothing phone 2a may launch soon know expected price and specs
nothing phone 2a may launch soon know expected price and specs

আরও পড়ুন: Jio ধামাকা! মাত্র 101 টাকায় 100GB ডেটা, লঞ্চ হল বাম্পার দুটি নতুন প্ল্যান

এই ফোনটি ফ্লিপকার্ট সাইটে “Coming Soon” ট্যাগ সহ দেখা যাচ্ছে। এতে নথিং কমিউনিটি আপডেট ভিডিও দেওয়া, যেখানে কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং মার্কেটিং লিড আকিস ইভানজেলিডিস আপকামিং ডিভাইসের বিষয় কথা বলছেন। ল্যান্ডিং পেজে লঞ্চের তারিখ বা ফোনের কোনো দাম বা ফিচার প্রকাশ করা হয়েনি।

Upcoming Nothing ফোনে কী থাকবে ফিচার

আপকামিং নথিং ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। খবর অনুযায়ী, এতে পারফরম্যান্সের জন্য MediaTek Dimension 7200 চিপসেট দেওয়া হবে।

Nothing Phone 2a

প্রসেসরের সাথে ফোনে 12GB RAM এবং 256GB স্টোরেজ পেয়ার করা হয়েছে।

সার্টিফিকেশন থেকে জানা গিয়েছে যে এতে 45W এর ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ব্যাটারি সাপোর্ট করবে।

আরও পড়ুন: Samsung price cut: একধাপে সস্তা হল স্যামসাং 5G ফোন, নতুন দাম 14 হাজার টাকার কম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo