Nothing Phone 2a Design: প্রকাশ হল আপকামিং নথিং ফোনের ডিজাইন, জানুন কবে হচ্ছে লঞ্চ

Nothing Phone 2a Design: প্রকাশ হল আপকামিং নথিং ফোনের ডিজাইন, জানুন কবে হচ্ছে লঞ্চ
HIGHLIGHTS

Nothing আগামী মাস অর্থাৎ 5 মার্চে তাদের নতুন ফোন Nothing Phone 2a ভারতে লঞ্চ করবে

নথিং সিইও কার্ল পেই একটি ভিডিওতে জানিয়েছে যে আপকামিং ফোনটি ভারতে তৈরি করা হবে

এই ফোনটি প্রায় 30,000 টাকা দামে আসতে পারে বলে আশা করা হচ্ছে

ট্রান্সপেরেন্ট ডিজাইন স্মার্টফোন জনপ্রিয় Nothing আগামী মাস অর্থাৎ 5 মার্চে তাদের নতুন ফোন ভারতে লঞ্চ করবে। আপকামিং ডিভাইসটি হবে Nothing Phone 2a স্মার্টফোন। লঞ্চের আগেই এই ফোনটি বাজারে গ্রাহকদের মনে বেশ জল্পনা বাড়িয়েছে। ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন এবং ফিচার ইতিমধ্যে প্রকাশ (Nothing Phone 2a Design) হয়েছে। আসুন আমরাও দেরি না করে এক নজরে দেখে নেওয়া যাক আপকামিং নথিং ফোনের সমস্ত ডিটেল।

Nothing Phone 2a ফোনের কত হবে দাম

নথিং সিইও কার্ল পেই একটি ভিডিওতে জানিয়েছে যে আপকামিং ফোনটি ভারতে তৈরি করা হবে। নথিং ফোন 2a আগের ফোনগুলির তুলনায় সস্তা হতে পারে। এই ফোনটি প্রায় 30,000 টাকা দামে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Upcoming Smartphones March 2024: ফ্ল্যাগশিপ থেকে বাজেট, শীঘ্রই ভারতে লঞ্চ হবে এই শক্তিশালী স্মার্টফোনগুলি

Nothing Phone 2a Design কেমন হবে

নথিং তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে আপকামিং ফোনের একটি ভিডিও শেযার করেছে। ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন এই কোম্পানির আগের স্মার্টফোনের থেকে আলাদা হবে।

Nothing Phone 2a design
কার্ল পেই একটি ভিডিওতে জানিয়েছে যে আপকামিং ফোনটি ভারতে তৈরি করা হবে

নাথিং ফোন 1 এর তুলনায় Phone 2a তে শক্তিশালী প্রসেসর এবং ক্যামেরা দেওয়া হবে। শেয়ার করা ভিডিও তে আপকামিং ফোনটি সাদা রঙে দেখা যাচ্ছে।

ফোনে আগের ডিভাইসগুলির মতোই ট্রান্সপেরেন্ট ডিজাইন দেওয়া হয়েছে। পাশাপাশি, ডুয়াল ক্যামেরা ইউনিটটি প্যানেলের উপরের মাঝখানে ফিট করা হয়েছে। ফোনের ক্যামেরা মডিউলর সাথে LED দেওয়া হয়েছে।

আরও পড়ুন: MWC 2024 Honor Magic6 Pro: চোখ দিয়ে নিয়ন্ত্রণ হবে গাড়ি! চোখ ধাঁধানো ফিচার সহ নতুন অনার ফোন লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo