Nothing -এর তরফে তাদের পরবর্তী ফোন নিয়ে আসা হতে চলেছে, আগামী মাসের 11 তারিখ এই ফোনটি একটি গ্লোবাল ইভেন্টের মাধ্যমে লঞ্চ করা হবে। একই দিনে ভারতে আসবে এই ফোন। লঞ্চের আগে এই ফোনের সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এল। ফোনটি কোথা থেকে কেনা যাবে, কোথায় উপলব্ধ হবে এই তথ্য প্রকাশ্যে এল।
Nothing -এর তরফে যখন তাদের প্রথম ফোন, Nothing Phone 1 লঞ্চ করা হয়েছিল তখন সেটা Flipkart -এ উপলব্ধ হয়। সেখান থেকেই কেনা যায় এই ফোন। মনে করা হচ্ছে ভারতের E-commerce সাইটের সঙ্গে এবারও এই কোম্পানির তরফে হাত মেলানো হয়েছে এই ফোনের বিক্রির জন্য।
Nothing Phone 2 -কে সত্যিই দেখা গেল Flipkart -এ। এবার নিশ্চিত হয়ে গেল এই ফোনটি দেশে এই প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।
Flipkart -এর এই লিস্টিং থেকে জানা গিয়েছে এই ফোনটি ভারতে 18 জুলাই থেকে কেনা যাবে। এদিন রাত 8.30 থেকে Nothing Phone 2 Flipkart -এ উপলব্ধ হবে কেনার জন্য। যদিও এখনও এই প্ল্যাটফর্মের তরফে এই ফোনের কোনও তথ্যই প্রকাশ্যে আনা হয়নি। তবে কিছু কিছু তথ্য জানা গিয়েছে।
1. Listing অনুযায়ী এই ফোনে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে।
আরও পড়ুন: Redmi 12C ফোনে বাম্পার ছাড়, 9000 টাকার কমে ফোনে রয়েছে 50MP ক্যামেরা
2. এটি 100% রিসাইকেল অ্যালুমিনিয়াম দিয়ে বানানো হবে মিড ফ্রেম। 90% রিসাইকেল স্টিলের সাহায্যে 28 স্ট্যাম্পিং পার্ট বানানো হবে। 100% রিসাইকেল টিন দিয়ে 9টা সার্কিট বোর্ড বানানো হবে। 80% প্লাস্টিক পার্ট ব্যবহৃত হবে এই ফোনে। এই তথ্য কোম্পানির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে।
Nothing -এর তরফে ইতিমধ্যেই এই ফোনের তরফে একাধিক তথ্য সামনে আনা হয়েছে। দেখুন সেগুলো কী কী।
1. এখানে Glyph ইন্টারফেস থাকবে যেমনটা Nothing Phone 1 এর ক্ষেত্রে দেখা গিয়েছিল।
2. এখানে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে।
3. একাধিক নতুন ক্যামেরা ফিচার যুক্ত হয়েছে এখানে। র HDR, 60 fps এ 4K রেকর্ডিং করার সুযোগ পাওয়া যাবে এখানে।
4. 4700 mAh ব্যাটারি থাকতে পারে এই ফোনে।
5. 3 বছরের আন্ড্রয়েড আপডেট সহ 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে আছে।
6. এই ফোনটি ভারতেই তৈরি করা হবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফে।
7. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই ফোন।