Nothing Phone 2 শীঘ্রই বাজারে আসতে চলেছে। যদিও এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি যে এই ফোনটি কবে বাজারে লঞ্চ করবে। তবে কোম্পানির তরফে এটুকু জানানো হয়েছে যে এই ফোন জুলাই মাসেই বাজারে আসতে চলেছে। ফলে সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে এই ফোনটি কোন লঞ্চ করবে সেই দিনক্ষণ এই মাসের শেষের মধ্যেই আমরা জানতে পেরে যাব।
লঞ্চের দিনক্ষণ এখনও না জানালেও কোম্পানির তরফে এই ফোনের একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই সামনে নিয়ে আসা হয়েছে। এই ফিচারগুলোর অন্যতম হচ্ছে Nothing -এর তরফে তাদের Nothing Phone 2 -তে বেশ বড়সড় চমক এবং বদল যোগ করা হবে তাদের ইন হাউজ Nothing OS -এ।
Nothing Phone 2 লঞ্চের আগেই তার বিষয়ে একাধিক তথ্য ফাঁস হয়েছে। আর প্রতিটা লিক থেকেই জানা গিয়েছে এই ফোনে Nothing Phone 1 -এর তুলনায় বেশ বড়সড় আপডেট দেখা যাবে। আর এই আপগ্রেড হবে হার্ডওয়্যারের নিরিখে।
শুধু তাই নয়, সফটওয়্যারের ক্ষেত্রেও বেশ কিছু বদল দেখা যাবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এই ফোনে একটি দুর্দান্ত ডিজাইন দেখা যাবে।
যদিও এখনও এই ফোন লঞ্চ হতে কিছু সময় বাকি তবুও এর 3টি জিনিস আপনার এই ফোনের জন্য অপেক্ষাকে বেশ অনেকটাই বাড়াতে সক্ষম। কী কী সেগুলো দেখুন।
Carl Pei নিজেই জানিয়েছেন এই ফোনে Snapdragon 8 Gen 2 প্রসেসর থাকবে। Nothing Phone 1 -এ যেখানে Snapdragon 778G+ প্রসেসর ছিল সেটার তুলনায় এটা অনেকটাই উন্নত বলে মানতেই হবে। ফলে এই নতুন ফোনে যে মাল্টি টাস্কিং করা আরও সহজ আর স্মুদ হবে সেটা বলাই বাহুল্য। এছাড়া জানা গিয়েছে এই ফোনে 12 GB RAM এবং অন্তত 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবেই।
আরও পড়ুন: DSLR-কে ফিচারের নিরিখে টেক্কা দেবে Realme 11 Pro+, 200 MP ক্যামেরা, সুপার জুম সহ আর কোন সুবিধা পাবেন
সফটওয়্যারের ক্ষেত্রেও এখানে বেশ বড়সড় আপডেট দেখা যাবে। এই ফোন Nothing OS 2.0 -এর সাহায্যে চলবে বলে জানা গিয়েছে। এখানে একাধিক নতুন ফিচার থাকবে।
যদিও সফটওয়্যারের বিষয়ে এখনই বিশেষ কিছু জানানো হয়নি কোম্পানির তরফে তবে এটুকু বলা হয়েছে যে এখানে নতুন ফিচার যুক্ত হবে। এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড এবং 4 বছরের সিকিউরিটি আপডেট মিলবে বলেও জানা গিয়েছে। এছাড়া গ্রাহকরা এই ফোনে স্টক অ্যান্ড্রয়েডের সুবিধা পেতে পারেন।
গত বছর যে কটা ফোন লঞ্চ হয়েছিল তার মধ্যে অন্যতম সেরা ডিজাইন ছিল Nothing Phone 1 -এর। ফলে এই আগামী ফোনও যে সেই একই ধারা বজায় থাকবে সেটা বলাই বাহুল্য। যদিও এই ফোনে কেমন ডিজাইন দেখা যাবে সেটা এখনও সুনিশ্চিত হয়নি। তবে Nothing Phone 1 -এর সঙ্গে সেটার মিল থাকবে বলেই জানা গিয়েছে। এখানে সেই একই রকমের Glyph প্যাটার্ন এবং কাস্টোমাইজেশনের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: 2023-এর OnePlus-এর সেরা 5G ফোন খুঁজছেন? তালিকায় রাখুন OnePlus 11, Nord CE 3 Lite, সহ এগুলো
Nothing Phone 1 -এর তুলনায় Nothing Phone 2 -এ বেশ অনেকটাই বদল দেখা যাবে। সেক্ষেত্রে এটা একটি প্রিমিয়াম কোয়ালিটির ফোন হবে। ফলে এই ফোনের দাম 40,000 থেকে 50,000 টাকার মধ্যে হবে।