Nothing Phone 2 -এর ব্যাপারে নয়া তথ্য প্রকাশ্যে এল। আর তথ্য প্রকাশ্যে আনলেন খোদ কোম্পানির প্রতিষ্ঠাতা কার্ল পেই। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2023 চলছে। আর সেখানেই তিনি জানালেন এই ফোনে নাকি Qualcomm Snapdragon 8 সিরিজের কোনও একটি প্রসেসর থাকবে। তবে তিনি নাম নেননি নির্দিষ্ট করে, তাও মনে করা হচ্ছে এই প্রসেসর হয় Snapdragon 8+ Gen 1 হবে নইলে Snapdragon 8 Gen 2। এর আগেও এই সংস্থার তরফে জানানো হয়েছিল Nothing Phone 1 -এর থেকে Nothing Phone 2 অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির হবে।
1. Nothing Phone 2 -তে যেহেতু Snapdragon 8 সিরিজের প্রসেসর থাকবে তাই মনে করা হচ্ছে এটি একটি মিড রেঞ্জের ফোন হতে চলেছে।
2. Nothing Phone 1 -এ Snapdragon 778G+ প্রসেসর ছিল।
3. তবে আপাতত Nothing Phone 2 -এর বিষয় আর তেমন কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে চলতি বছরের শেষের দিকেই হয়তো এই ফোন বাজারে আসতে চলেছে। তারা সময় নিচ্ছে যাতে এই ফোনটিকে আরও অনেক বেশি প্রিমিয়াম করা যায়।
1. এখনও ভাবে নিশ্চিত কিছু জানা না গেলেও শোনা যাচ্ছে এই ফোনে নাকি AMOLED ডিসপ্লে থাকবে যেখানে 120 HZ রিফ্রেশ রেট মিলবে।
2. এখানে 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে।
3. সঙ্গে 33W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে।
4. Nothing Phone 2 ভারতেও লঞ্চ হবে। মনে করা হচ্ছে এটি 2023 সালের তৃতীয় কোয়ার্টারে লঞ্চ হবে।