Nothing Phone (2) Vs Google Pixel 7: কোথায় আছে দুর্দান্ত সব ফিচার? দুটোর তুলনায় কোন ফোন সেরা?

Nothing Phone (2) Vs Google Pixel 7: কোথায় আছে দুর্দান্ত সব ফিচার? দুটোর তুলনায় কোন ফোন সেরা?
HIGHLIGHTS

Nothing Phone (2) কিছুদিন আগেই বাজারে লঞ্চ করেছে

এই ফোনটির সঙ্গে বাজারে মোকাবিলা হচ্ছে Google Pixel 7 এর

48,000 টাকার মধ্যে কোন ফোন সেরা?

Nothing Phone (2) কিছুদিন আগেই দেশের বাজারে লঞ্চ করেছে। এই ফোনটির দাম 45,000 টাকার মধ্যে থেকেই শুরু হচ্ছে। আছে দারুন ডিজাইন থেকে ফিচার।

বাজারে এটার সঙ্গে টক্কর জমেছে Google Pixel 7 -এর। কিন্তু দুটোর মধ্যে সেরা কে? কে কোন বিষয়ে এগিয়ে?

প্রোটেকশনের বিচারে যে এগিয়ে?

দুটো ফোনের ফ্রন্ট ক্যামেরা রয়েছে একটি পাঞ্চ হোল কাটআউটের মধ্যে। Nothing এবং Pixel -এর ফোনে এছাড়া অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। Pixel 7 ফোনটির ওজন 197 গ্রাম আর Nothing Phone (2) -এর ওজন 201.2 গ্রাম।

তবে Google Pixel 7 ফোনটিতে বেশি IP রেটিং আছে। এখানে IP 68 রেটিং আছে। আর Nothing Phone (2) -তে রয়েছে IP 54 রেটিং। 

কার ডিসপ্লে কেমন? 

Nothing Phone (2) -তে আছে 6.72 ইঞ্চির একটি Full HD+ LTPO OLED ডিসপ্লে। সঙ্গে 120 HZ রিফ্রেশ রেট পাওয়া যাবে। আর Google Pixel 7 ফোনটিতে আছে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.3 ইঞ্চির একটি Full HD+ OLED ডিসপ্লে। তবে গোরিলা গ্লাস ভিকটাসের সুবিধা আছে Pixel 7 এ। 

কার ক্যামেরা কেমন? 

আরও পড়ুন: 4 Hidden Features of Threads: Meta-এর থ্রেডস নিয়ে হইচইয়ের অন্ত নেই, কিন্তু এর 4 লুকানো ফিচারের সম্পর্কে জানেন কী?

Nothing Phone (2) -তে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, দুটো ক্যামেরাতেই 50 মেগাপিক্সেলের সেন্সর আছে। প্রাইমারি ক্যামেরায় আছে Sony IMX 890 সেন্সর। 

Google Pixel 7 -এ আছে 50 এবং 12 মেগাপিক্সেলের দুটো রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি ক্যামেরা হল Samsung GNI সেন্সর। Nothing Phone (2) -তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং Pixel 7 -এ 10.8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। 

পারফরমেন্স কার কেমন? 

Nothing Phone (2) পরিচালিত হয় Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে।  Pixel 7 -এ আছে Tensor G2 প্রসেসর। দুটো ফোনেই অ্যান্ড্রয়েড 13 আছে। 

Nothing Phone (2) -এ তুলনামূলক বড় ব্যাটারি আছে। এখানে 4700 mAh ব্যাটারি আছে। আর Pixel 7 -এ রয়েছে 4355 mAh ব্যাটারি। 

Nothing Phone 2 Vs Google Pixel 7 compared

কার দাম কত? 

Nothing Phone (2) -এর দাম শুরু হচ্ছে 44,999 টাকা থেকে। এই দামে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ কেনা যাবে। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 49,999 টাকা।

আর 54,999 টাকায় টপ এন্ড মডেল কিনতে পারবেন। এখানে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ আছে। আগামী 21 জুলাই থেকে Flipkart থেকে কেনা যাবে এই ফোন। 

Google Pixel 7 47,999 টাকার বিনিময়ে এখন কেনা যাচ্ছে। তবে ব্যাংক অফার মিলিয়ে এটা বেশ সস্তায় কেনা যাবে। 

আরও পড়ুন: Amazon Prime Days Sale 2023: পছন্দের স্মার্টফোন এখন বাজেটেই! Xiaomi, Redmi সহ এই ফোনগুলোয় আছে 64% ছাড়! কেনা যাচ্ছে কতয়?

কোনটা কিনবেন? 

Nothing Phone (2) -এর ডিসপ্লে, প্রসেসর সহ RAM বা স্টোরেজের নিরিখে এগিয়ে। কিন্তু অন্যদিকে Pixel 7 -এর ক্যামেরা বা IP রেটিং আবার ভাল। এবার আপনার কোনটা পছন্দ সেটা বেছে নিন।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo