Nothing -এর তরফে তাদের Nothing Phone (1) -এর বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর Nothing Phone (2) দেশে নিয়ে আসা হতে চলেছে। আগামী 11 জুলাই লঞ্চ করবে এই ফোন। দেশে যাঁরা এই ফোন কিনতে চান তাঁরা এটিকে Flipkart থেকে কিনতে পারবেন।
গত বছরের জুলাই মাসে লঞ্চ করেছিল Nothing Phone (1)। এই ফোনের তুলনায় অনেকটাই বদল নিয়ে আসছে Nothing Phone (2)। এখানে Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর থাকবে বলেই জানানো হয়েছে। এছাড়া একটি বড় ব্যাটারি সহ বড় ডিসপ্লে পাওয়া যাবে এই ফোনে।
Nothing এর সিইও Carl Pei ইতিমধ্যেই এই ফোনের ইউজার ইন্টারফেসের টিজার প্রকাশ্যে এনেছেন। তিনি এই ফোনের হোম স্ক্রিনে স্ক্রিনশট পোস্ট করেছিলেন কদিন আগেই।
Flipkart -এর তরফে এই ফোনের মাইক্রোসাইটে জানানো হয়েছে এই ফোনের প্রিবুকিং আগামী 29 জুন থেকে শুরু হয়ে যাচ্ছে। 29 জুন বেলা 12টা থেকে এই ফোন বুক করতে পারবেন ভারতীয় গ্রাহকরা। প্রিবুক করার জন্য গ্রাহকদের 2,000 টাকা দিতে হবে। তবে মনে রাখবেন এই টাকাটা কিন্তু রিফান্ডেবল।
এরপর যাঁরা এই ফোন প্রিবুক করবেন তাঁদের 11 জুলাই রাত 9 টা থেকে জুলাইয়ের 20 তারিখের রাত 11.59 -এর মধ্যে বাকি টাকা দিয়ে পছন্দের ভ্যারিয়েন্ট বেছে নিতে হবে।
এছাড়া এই কোম্পানির তরফে 50% ছাড় দেবে এখন Ear Stick -এ। সেই সমস্ত গ্রাহকদের যাঁরা এটিকে প্রিবুক করবেন তাঁরা এই ছাড় পাবেন। এছাড়া প্রিবুক করার সময় ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার পাওয়া যাবে একাধিক ব্যাংকের তরফে।
একই সঙ্গে গ্রাহকরা অতিরিক্ত 50% ছাড় পাবেন নাথিং অ্যাক্সেসরিজ বক্সে। ফলে বুঝতেই পারছেন এই ফোন প্রিবুক করলে একাধিক সুবিধা পেয়ে যাবেন হাতের মুঠোয়।
অনুমান করা হচ্ছে এই ফোনটি কালো এবং সাদা রঙে কেনা যাবে। Nothing Phone (2) দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করবে বলেই জানা হচ্ছে। এই মডেল দুটো হল 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।
বেস মডেলের দাম ইউরোপীয় বাজারে EUR 729 বা ভারতীয় মূল্যে প্রায় 65,600 টাকা রাখা হতে পারে। অন্যদিকে টপ এন্ড মডেলের দাম EUR 849 বা ভারতীয় মূল্যে 76,500 টাকা রাখা হতে পারে।
1. USB টাইপ সি পোর্ট থাকবে এই ফোনে। USB পোর্টের রং সিলভার হবে।
2. এখানে 6.7 ইঞ্চির একটি Full HD ডিসপ্লে থাকবে যেখানে 2400X1080 পিক্সেলের বা তার থেকে বেশি রেজোলিউশন থাকবে।
3. এই ফোনে 4700 mAh ব্যাটারি থাকবে বলেই জানা গিয়েছে।
4. Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে চলবে এটি। এখানে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যেতে পারে।