Nothing Phone (2) Sale Details: নাথিং ফোনের বিক্রি শুরু আজই, কেনার আগে ঝটপট জানুন Nothing Icon Pack ডাউনলোডের বিষয় সহ সব তথ্য

Updated on 21-Jul-2023
HIGHLIGHTS

Nothing Phone (2) -এর বিক্রি শুরু হচ্ছে আজ থেকে

এই ফোনের দাম সহ অফার দেখুন এখনই

Nothing Icon Pack ডাউনলোড করার লিংক প্রকাশ্যে আনা হয়েছে

Nothing Phone (2) -এর বিক্রি ভারতে শুরু হচ্ছে আজ অর্থাৎ 21 জুলাই থেকেই। এদিন দুপুর 12টা থেকে এই ফোনের বিক্রি চালু হবে। গ্রাহকরা এই ফোনটি Flipkart এবং রিটেল স্টোর থেকে কিনতে পারবেন। এমনটাই কোম্পানির তরফে জানানো হয়েছে। 

তবে কেবল Nothing Phone (2) নয়, Nothing Phone (1) -এর ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ ঘোষণা করেছে এই কোম্পানি। Nothing -এর তরফে Nothing Icon Pack নিয়ে আসা হয়েছে Google Play Store -এ। এখান থেকে Nothing Phone (1) ব্যবহারকারীরা এখন এটিকে ডাউনলোড করে তাঁদের ফোনের হোম স্ক্রিনকে কাস্টোমাইজ করতে পারবেন। 

যাঁরা এই Nothing Icon Pack 1.0.0 ডাউনলোড করতে চান তাঁরা এটিকে Apkmirror.com থেকে ডাউনলোড করতে পারেন। লিংক দেখুন: https://www.apkmirror.com/apk/nothing-technology-limited/nothing-icon-pack/nothing-icon-pack-1-0-0-release/

এটি ভীষণই ইউনিক কারণ এখানে মনোক্রম রং আছে। অ্যান্ড্রয়েডের অ্যাডাপটিভ আইকন ফিচারকেও অবশ্য এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত। এটার সাহায্যে ব্যবহারকারীরা ইনকমপ্যাটিবল অ্যাপ আইকনকেও কনভার্ট করতে পারবেন তাঁদের পছন্দের কালার স্কিমের সঙ্গে।

https://twitter.com/nothing/status/1680980184290263041?ref_src=twsrc%5Etfw

Nothing Phone (2) -তে এটা আরও অনেক বেশি আকর্ষণীয় দেখাবে কারণ এটি সেখানে থাকা উইডজেটসকে দারুন ভাবে সঙ্গ দিতে সক্ষম। তাই আপনি যদি Nothing Phone (2) -এর এই আরও অন্যান্য আপডেটেড জিনিস যেমন উন্নত Glyph ইন্টারফেস, বেশি ফিচার, শক্তিশালী Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর ইত্যাদি তাহলে এই ফোনটির বিক্রির সমস্ত খুঁটিনাটি জানুন। 

আরও পড়ুন: Poco M6 Pro 5G Leaked: ভারতে শীঘ্রই আসবে Poco-এর আপকামিং ফোন? BIS ওয়েবসাইট থেকে কোন ইঙ্গিত মিলল

কোথা থেকে কত দামে কেনা যাবে এই ফোন?

Nothing Phone (2) -এর 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে খরচ হবে 44,999 টাকা। এটি ডার্ক গ্রে রঙে কেনা যাবে। 12 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল এবং 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল কিনতে যথাক্রমে খরচ হবে 49,999 এবং 54,999 টাকা। এই মডেল দুটি দুটো রঙেই কেনা যাবে।

https://twitter.com/nothing/status/1681952033773944833?ref_src=twsrc%5Etfw

লঞ্চ অফার হিসেবে পাবেন –

3,000 টাকার ছাড় যদি Axis এবং HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করেন।

499 টাকায় কেনা যাবে Nothing Phone (2) -এর কেস।

399 টাকায় কেনা যাবে এই ফোনের স্ক্রিন প্রটেক্টর।

আরও পড়ুন: OnePlus 12 Specifications Leaked: অনলাইনে ফাঁস হল ওয়ানপ্লাস-এর আপকামিং ফ্ল্যাগশিপ ফোনের তথ্য, Snapdragon প্রসেসর সহ থাকবে এই ফিচার

1,499 টাকায় কিনতে পারবেন 45W চার্জার।

4,250 টাকায় পাবেন ইয়ার স্টিক।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :