Nothing Phone 2 Launch Date: প্রকাশ্যে এল নাথিং-এর ফোনের লঞ্চের দিন, কবে কী কী ফিচার নিয়ে আসছে এই ডিভাইস? দাম কত হবে?

Nothing Phone 2 Launch Date: প্রকাশ্যে এল নাথিং-এর ফোনের লঞ্চের দিন, কবে কী কী ফিচার নিয়ে আসছে এই ডিভাইস? দাম কত হবে?
HIGHLIGHTS

Nothing Phone 2 -এর লঞ্চের দিন প্রকাশ্যে এল

কোম্পানির তরফে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হল এই ফোনের লঞ্চের দিন

মিড রেঞ্জের এই ফোনের দাম 40,000 -এর বেশি হবে বলেই মনে করা হচ্ছে

প্রতীক্ষার অবসান। Nothing -এর তরফে তাদের পরবর্তী ফোন Nothing Phone 2 নিয়ে আসা হচ্ছে অবশেষে। Nothing Phone 1 -এর উন্মাদনা দারুন জনপ্রিয়তা এবং সাফল্যের পর Nothing Phone 2 নিয়ে মানুষের মধ্যে বেশ উন্মাদনা তৈরি হয়েছে।

Nothing -এর তরফে অবশেষে জানানো হল আগামী 11 জুলাই ভারতীয় সময় অনুযায়ী রাত 8.30 টায় এই ফোনটি লঞ্চ করা হবে। এই একই সময় এই ফোনটি বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। ইতিমধ্যেই এই ফোনের লঞ্চ ইভেন্ট টিজার প্রকাশ্যে এসেছে। সেখান থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ফোনের পিছনে Glyph লাইট থাকবে যেমনটা Nothing Phone 1 -এর ক্ষেত্রে দেখা গিয়েছিল।

কিন্তু Nothing Phone 2 -তে Nothing Phone 1 -এর তুলনায় বেশি কী থাকবে? এই সমস্ত উত্তর পেতে, ফোনের দাম থেকে ফিচার সব জানতে দেখুন এই প্রতিবেদন। 

কী কী ফিচার থাকবে এই ফোনে? 

টিজার থেকে এটা বোঝা গিয়েছে যে Nothing Phone 1 -এর তুলনায় এই আসন্ন ফোনের ডিজাইনে বেশ কিছু বদল লক্ষ্য করা যাবে। ক্যামেরা মডিউলের আশপাশে লাইটিং দেখা যাবে এবার। এছাড়া আরও বেশ কিছু ট্রান্সপারেন্ট ডিজাইন দেখা যাবে এই ফোনে।

আরও পড়ুন: Jio Savaan Plans: সঙ্গীতপ্রেমি? Jio-এর নয়া প্ল্যানগুলোয় পাবেন JioSaavn Pro-এর সুবিধা তাও বিনামূল্যে! দেখুন দাম সহ সুবিধা

এছাড়া SmartPrix -এর তথ্য অনুযায়ী এই ফোনে কার্ভড এজ থাকবে, ফলে ফোনটি ধরতে অনেক বেশি সুবিধা হবে। ফোনটি দুটি রঙে উপলব্ধ হবে বলেই জানা হচ্ছে আপাতত। আর এই রং দুটি হল কালো এবং সাদা। 

এছাড়া আর যা যা জানা গিয়েছে এই ফোনের বিষয়ে সেটা হল – 

1. এই ফোনে 4700 mAh ব্যাটারি থাকতে পারে। এমনটাই SmartPrix -এর রিপোর্টে দাবি করা হয়েছে। প্রসঙ্গত Nothing Phone 1- এ 4500 mAh ব্যাটারি ছিল। 

Nothing Phone 2 launch date

2. Nothing OS -এর সাহায্যেই চলবে এই ফোন। যদিও কিছু টুকটাক বদল আনা হবে। 

3. ডুয়াল রিয়ার ক্যামেরা ছিল Nothing Phone 1 -এ। প্রাইমারি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেন্সর আছে এখানে। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। তবে Nothing Phone 2 এর ক্যামেরা কেমন হবে সেটা এখনও জানা যায়নি। 

আরও পড়ুন: Motorola Edge 40 Vs Realme 11 Pro plus: ফিচারের বিচারে Moto নাকি Realme কে কাকে চেকমেট করল? মিড রেঞ্জের ফোন হিসেবে সেরা কে?

এই ফোনের দাম কেমন হবে? 

এই ফোনের আসল দাম লঞ্চের দিন অর্থাৎ 11 জুলাই জানা যাবে। তবে অনুমান করা হচ্ছে এই ফোনের দাম Nothing Phone 1 -এর তুলনায় একটু বেশিই হবে। সেক্ষেত্রে ভারতে এই ফোনের দাম 45,000 টাকা মতো রাখা হতে পারে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo