Nothing Phone 2 জুলাই মাসে হবে লঞ্চ, সিইও নিজে লিক করল ফোনরে ব্যাটারি ফিচার

Nothing Phone 2 জুলাই মাসে হবে লঞ্চ, সিইও নিজে লিক করল ফোনরে ব্যাটারি ফিচার
HIGHLIGHTS

Carl Pei নিশ্চিত করে দিয়েছে যে Nothing Phone 1 এর সাক্সেসার ফোনটি জুলাই মাসে গ্লোবাল লঞ্চ করবে

সিউও Carl Pei ফোনের লঞ্চের আগে ব্যাটারি ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে

আপকামিং নাথিং ফোন (2)-কে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর সহ আনা হবে

Nothing কোম্পানির ফাউন্ডার Carl Pei নিশ্চিত করে দিয়েছে যে Nothing Phone 1 এর সাক্সেসার ফোনটি জুলাই মাসে গ্লোবাল লঞ্চ করবে। Pei জানিয়েছেন যে Nothing Phone 2 মার্কিন যুক্তরাষ্ট্রের দেশের পাশপাশি গ্লোবাল মার্কেটে এন্ট্রি করবে।

সিউও Carl Pei ফোনের লঞ্চের আগে ব্যাটারি ফিচার সম্পর্কে তথ্য দিয়েছে। এর আগেই কার্ল পেই জানিয়েছিল যে আপকামিং নাথিং ফোন (2)-কে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 প্রসেসর সহ আনা হবে। এর কারণ, কোম্পানি গত বছর আগে থেকে Snapdragon 8+ Gen 1 প্রসেসরটি পরীক্ষা করছিল। এতে এখন অনেক আপডেটও পাওয়া গেছে, যা গ্রাহকদের হাই-এন্ড পারফর্মেন্স ডেলিভারি করবে।

আরও পডু়ন: Nokia C32 এবং Realme Narzo N53: 10 হাজার টাকায় কোন ফোন হবে বিজেতা

সিইও কার্ল পেই একটি সাক্ষাত্কারে ফোনে ব্যাটারি ফিচার সম্পর্কে জানিয়েছেন। তিনি বলেছেন যে Nothing Phone (2) ফোনে 4700mAh ব্যাটারি দেওয়া হবে, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বলে দি যে Nothing Phone (1) ফোনে 4,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। এর পাশপাশি, iPhone 14 Pro ফোনে Nothing Phone থেকেও ছোট ব্যাটারি অফার করা হয়েছে, যা 3,200mAh সাপোর্ট করে।

Nothing phone-2

Nothing Phone (2) ফোন সম্পর্কে এখন পর্যন্ত আসা লিকে কী কী জানা গেছে দেখে নিন এক নজরে…

লিক অনুযায়ী, Nothing Phone (2) ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে থাকতে পারে।

Nothing Phone 2  ফোনটি 8GB RAM এবং 12GB RAM সাপোর্ট সহ আসতে পারে। ফোনে 256GB এবং 512GB স্টোরেজ দেওয়া যেতে পারে।

আরও পডু়ন: iPhone 15 সিরিজে থাকতে পারে USB Type-C পোর্ট, আর কী কী তথ্য পাওয়া গেল এই ফোনের বিষয়ে জেনে নিন

ডিজাইনের কথা বললে, যেমন কি আমরা কোম্পানির প্রথম ফোনটি দেখতে পেয়েছিলাম, ট্রান্সপেরেন্ট বডি, একই ডিজাইনে আপকামিং Nothing Phone 2  লঞ্চ হতে পারে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে গ্লিফ লাইটিং ফিচারও থাকতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo