Nothing -এর তরফে শীঘ্রই তাদের পরবর্তী ফোন Nothing Phone (2) লঞ্চ করা হতে চলেছে। এই ফোনটি ভারত এবং বিশ্ব বাজারে একই সঙ্গে লঞ্চ করবে। লন্ডন ভিত্তিক এই স্মার্টফোন কোম্পানির তরফে জানানো হয়েছে তাদের এই দ্বিতীয় ফোনটি আগামী মাসের 11 তারিখ অর্থাৎ 11 জুলাই লঞ্চ করতে চলেছে।
লঞ্চের আগেই এই কোম্পানির তরফে ফোনের বহু তথ্য প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। তবে এখনও যেটা অজানা থেকে গিয়েছে সেটা হল এই ফোনের দাম।
কত দাম নিয়ে লঞ্চ হবে এটি? ভারতে Nothing -এর এই ফোন কিনতে পকেটে কত চাপ পড়বে? এবার সেই প্রশ্নের খানিক উত্তর পাওয়া গেল।
একাধিক রিপোর্ট সামনে এসেছে যেখানে Nothing Phone (2) -এর সম্ভাব্য দাম জানা গিয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Nothing Phone (2) দুটি RAM এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট এ উপলব্ধ হবে। বেস মডেলে থাকবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম EUR 729 বা 65,600 টাকা হতে পারে।
অন্যদিকে টপ মডেলে থাকবে 12 GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের দাম ইউরোপীয় বাজারে মূল্য অনুযায়ী ভারতীয় অর্থে হতে পারে 76,500 টাকা মতো। তবে এটা ইউরোপীয় বাজারের দাম। ভারতের বাজারে এই ফোনের দাম তুলনায় কম হবে বলেই মনে করা হচ্ছে।
Nothing Phone (1) -এর কথা মাথায় রেখেই অনেকেই অনুমান করছেন এই ফোনটির দাম 30,000 থেকে 35,000 এর মধ্যেই হবে। তবে এটা যেহেতু অনেকটাই উন্নত ভার্সন হবে Nothing Phone (1) -এর তুলনায় তাই দাম একটু বেশি হলেও হতে পারে।
আপাতত ভারতে এই ফোনের প্রিবুকিং শুরু হয়েছে। 2,000 টাকা জমা দিয়ে Flipkart -এ এখন গ্রাহকরা এই ফোন বুক করে রাখতে পারেন। তাহলে তাঁরা এখন অনেক অফার পাবেন।
Nothing Ear Stick এর উপর 50% ছাড় পাবেন। এছাড়া অন্যান্য প্রোডাক্টের উপরেও মিলবে অফার। ব্যাংক অফার থাকবে।
1. এই ফোনটি পরিচালিত হবে Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে।
2. এখানে 4700 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে 45W ফাস্ট চার্জিং এর সুবিধা পাবেন।
3. LED লাইট দেখা যাবে এই ফোনের গোটা ব্যাক প্যানেল জুড়ে।
4. কার্ভড ডিসপ্লে থাকবে এখানে।