নতুন বছরে সস্তা হল Nothing Phone 1, মিলবে 10 হাজার কম দামে কেনার সুযোগ

Updated on 02-Jan-2023
HIGHLIGHTS

Nothing Phone 1 ফোনটি Flipkart-এ ভাল ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে

Nothing Phone 1-এর দাম 37,999 টাকা থেকে শুরু হয়

Snapdragon 778G+ 6nm প্রসেসর ব্যবহৃত হয়েছে Nothing Phone 1 ফোনে

নতুন বছরে, ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল সহ স্মার্টফোন Nothing Phone 1-এ দুর্দান্ত ডিসকাউন্ট অফার করা হচ্ছে। অফারের সাথে ফোনটি 10 হাজার থেকেও কম দামে কেনা যেতে পারে। Nothing Phone 1 ফোনটি এই বছর 12 জুলাই 32,999 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ করা হয়েছিল। তবে লঞ্চের এক মাসের মধ্যেই ফোনের দাম প্রায় 6000 টাকা বাড়িয়ে দিয়ে ছিল। এখন ফোনের দাম 37,999 টাকা, কিন্তু Nothing Phone 1 ফোনটি Flipkart-এ ভাল ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। ফোনটি 26 শতাংশ ডিসকাউন্ট সহ 29,999 টাকার দামে লিস্ট করা হয়েছে। এর সাথে ফোনে ক্যাশব্যাক, ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।

Nothing Phone 1 ফোনের অফার

Nothing Phone 1-এর দাম 37,999 টাকা থেকে শুরু হয়। এই দামে আপনি 8GB RAM সহ 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট কিনতে পারবেন। তবে, ফোনটি ফ্লিপকার্টে 20 শতাংশ ডিসকাউন্ট সহ 29,999 টাকা দামে Flipkart-এ লিস্ট করা হয়েছে। সাথে ফোনে অনেক ব্যাঙ্ক অফার সহ ক্যাশব্যাক এবং এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। Flipkart Axis Bank কার্ড দিয়ে ফোন কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও একটি ব্যাঙ্ক কার্ড দিয়ে Nothing Phone 1 কিনলে 10 শতাংশ (3,000 টাকা পর্যন্ত) ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হবে৷ শুধু তাই নয়, Nothing Phone 1 ফোনে 20,000 টাকার এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। বলে দি যে এক্সচেঞ্জ অফারের দাম আপনার পুরানো ফোনের মডেলের উপর  নির্ভর করে। সমস্ত অফার সহ, ফোনটি খুব কম দামে কেনা যাবে।

কী কী ফিচার থাকছে NOTHING PHONE 1 ফোনে?

Snapdragon 778G+ 6nm প্রসেসর ব্যবহৃত হয়েছে Nothing Phone 1 ফোনে। এর সঙ্গে থাকবে 4500mAh এর ব্যাটারি। এই ব্যাটারিতে থাকবে 33W ফাস্ট চাজিংয়ের সুবিধা। যার ফলে মাত্র এক ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যাবে এই ফোন। গোটা দিনে একটি বার চার্জ দিলেই নাকি হয়ে যাবে। বারবার চার্জ দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও ফোনের ক্যামেরাতেও থাকবে বেশ নতুন কিছু প্রযুক্তির ব্যবহার।

ডুয়াল ক্যামেরা থাকতে পারে এই ফোনে। তবে অধিকাংশ ব্যান্ড ডুয়াল ক্যামেরার ক্ষেত্রে একটি ক্যামেরা ভাল দিলেও আরেকটিতে খুব সাধারণ মানের ক্যামেরা ব্যবহার করে। কিন্তু Nothing Phone 1 এ দুটোই sony এর সেন্সর ব্যবহার করা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় থাকছে 114 ডিগ্রি পয়েন্ট অফ ভিউ। 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও থাকবে এই ফোনে। এছাড়া যখন রেকর্ড করা হবে ফোনে তখন ব্যাক প্যানেলে একটি লাল ইন্ডিকেটর জ্বলবে। এতে থাকছে একটি 6.55 ইঞ্চির দশকে যাতে 120Hz রিফ্রেশ রেট থাকবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :