CMF Phone 2 Pro vs CMF Phone 1 India price specs and features compared
নাথিং কোম্পানি গত মাসে দুটি নতুন স্মার্টফোন Nothing Phone 3a এবং Phone 3a Pro লঞ্চ করেছিল। এখন কোম্পানি তার সাব-ব্র্যান্ড CMF তার আগামী প্রজন্মের ডিভাইস লঞ্চ করতে চলেছে। কোম্পানি নাথিং এর CMF Phone 2 Pro আজ 28 এপ্রিল ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানি নিশ্চিত করে যে এটি আজ 6.30 টায় লঞ্চ ইভেন্টে আনা হবে।
তবে এখনও কোম্পানি আপকামিং সিএমএফ ফোন 2 প্রো ফোনের সেল তারিখ প্রকাশ করেনি। কোম্পানি লঞ্চের আগেই ফোনের কিছু ফিচার সম্পর্কে জানা গেছে। আপকামিং ফোনের বিক্রি Flipkart সাইট থেকে করা হবে। আসুন জেনে নেওয়া যাক সিএমএফ ফোন 2 প্রো ফোনে কী বিশেষ থাকবে।
আরও পড়ুন: 10 হাজারের বেশি টাকা সস্তায় কেনা যাবে 6000mAh ব্যাটারি সহ Samsung 5G ফোন, জানুন কোথায় পাবেন এই অফার
ডিজাইনের কথা বললে, কোম্পানি লঞ্চের আগেই নতুন ডিভাইসের ডিজাইন প্রকাশ করে দিয়েছে। এটি পুরনো মডেল CMF Phone 1 এর মতো অনেকটা দেখতে হবে। নতুন সিএমএফ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে।
ডিসপ্লে ক্ষেত্রে এতে সেগামেন্টের সবচেয়ে বড় এবং সবচেয়ে ব্রাইট ডিসপ্লে পাওয়া যাবে। গেমিংয়ের জন্য ডিভাইসে BGMI মতো গেমে 120fps গেমপ্লে সাপোর্ট এবং ফাস্ট 1000Hz টাচ সাপোর্ট পাওয়া যাবে।
প্রসেসর হিসেবে সিএমএফ ফোন 2 প্রো তে মিডিয়াটেক 7300 প্রো প্রসেসর থাকবে। কোম্পানি জানিয়েছে যে এটি নতুন চিপসেট হবে যা গত বছরের তুনলায় অনেকটা দ্রুত কাজ করবে। এতে 10 শতাংশ পর্যন্ত ফাস্ট CPU স্পিড সহ দুর্দান্ত পারফরম্যান্স পাওয়া যাবে।
ক্যামেরা ক্ষেত্রে এবার সিএমএফ ফোন 2 প্রো তে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 50MP টেলিফটো ক্যামেরা যা 2x অপটিকাল জুম অফার করবে। সাথে একটি 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরাও পাওয়া যাবে।
দামের কথা বললে সিএমএফ ফোন 2 প্রো ডিভাইসটি 20 হাজার টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে। বলে দি যে এই দাম আগের সিএমএফ ফোন 1 দামের তুলনায় অনেক বেশি।
আরও পড়ুন: 13 হাজার টাকার কমে CMF Phone 1, নতুন CMF Phone 2 Pro লঞ্চের আগেই প্রচুর সস্তা হয় গেল ফোন