CMF Phone 1: ডাইমেনসিটি 7300 5G চিপসেট, 50MP ক্যামেরা সহ আসবে নাথিং এর সস্তা ফোন, কোম্পানি নিজের করল নিশ্চিত

Updated on 03-Jul-2024
HIGHLIGHTS

Nothing সব-ব্র্যান্ড CMF Phone 1 আগামী 8 জুলাই লঞ্চ করতে চলেছে

কোম্পানি আপকামিং লঞ্চের আগেই একাধিক তথ্য শেয়ার করেছে ফোনের

কোম্পানির অফিসিয়াল টিজার এর মতে, সিএমএফ ফোন 1 এ ফটোগ্রাফির জন্য 50MP রিয়ার ক্যামেরা দেওয়া হবে

Nothing সব-ব্র্যান্ড CMF Phone 1 আগামী 8 জুলাই লঞ্চ করতে চলেছে। কোম্পানি আপকামিং লঞ্চের আগেই একাধিক তথ্য শেয়ার করেছে ফোনের। কোম্পানি গতকাল আপকামিং স্মার্টফোনের ফিচার প্রকাশ করেছে। এছাড়া ফোনের ব্যাক প্যানেল ডিজাইন দেখিয়েছে। আসুন জেনে নেওয়া যাক নতুন সিএমএফ ফোন 1 কী বিশেষ থাকবে।

CMF Phone 1 ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

কোম্পানির অফিসিয়াল টিজার এর মতে, সিএমএফ ফোন 1 এ ফটোগ্রাফির জন্য 50MP রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এটি Sony সেন্সর সাপোর্ট করবে। এতে 2x ইন-সেন্সর জুম সুবিধা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য সিএমএফ ফোন 1 ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট দেওয়া হবে।

আরও পড়ুন: Realme C63 Sale: 10 হাজার টাকার বাজেটে নতুন রিয়েলমি ফোনের আজ সেল, 50MP ক্যামেরা সহ আর কী রয়েছে ফিচার

ফোনে স্মুদ এক্সপেরিয়েন্স এর জন্য 8GB RAM এবং 8GB বুস্টার RAM প্রযুক্তি থাকবে। যার মানে ফোনে মোটে 16 জিবি RAM ব্যবহার করা যাবে।

কী কী ফিচার এবং স্পেসিফিকেশ দেওয়া যেতে পারে সিএমএফ ফোন 1 ডিভাইসে

ডিসপ্লের কথা বললে এতে 6.7-ইঞ্চি sAMOLED LTPS ডিসপ্লে দেওয়া যেতে পারে। এতে 120Hz পর্যন্ত রিফ্রেশ রেট, 2000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য ফোনে 50MP মেইন সেন্সর হবে বলে আশা করা হচ্ছে। ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া যেতে পারে।

পাওয়ার দিতে ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর বড় ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

সিএমএফ ফোন 1 ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট দেওয়া হবে

আপকামিং ফোনটি Android 14 সহ 2 বছরের অপারেটিং সিস্টাম আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেতে পারেন।

কত দাম হবে আপকামিং সিএমএফ ফোনের

লিক অনুযায়ী, সিএমএফ ফোন 1 দুটি স্টোরেজ অপশনে বাজারে আসতে পারে। ফোনের 6GB RAM+128GB স্টোরেজের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এছাড়া 8GB RAM+128GB মডেলের দাম 17,999 টাকা হতে পারে। এটি কমলা, সাদা এবং কালো মতো তিনটি রঙে আসতে পারে।

আরও পড়ুন: Jio Airtel Plan New Rate: দাম বাড়ল জিও এবং এয়ারটেল প্ল্যানের, আজ থেকে রিচার্জে করতে হবে কত টাকা খরচ জানেন?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :