নোকিয়ার ফ্ল্যাগশিপ ডিভাইস দুটি আলাদা সাইজে পাওয়া যাবে আর এর দাম Rs.45,000 এর কাছাকাছি হবে
HMD গ্লোবাল কিছুদিন আগেই Nokia3, Nokia5 আর Nokia 6 অ্যান্ড্রয়েড ফোন বাজারে নিয়ে এসেছে. এর মধ্যে কিছু স্মার্টফোন কিছু দেশে কিনতে পাওয়া যাচ্ছে. এর সঙ্গে আসা করা হচ্ছে যে কোম্পানি এই বছর আরো কিছু স্মার্টফোনও নিয়ে আসবে. এবার চিনের একটি রিপোর্ট সামনে এসেছে, যার ফলে এই ফোনের কিছু স্পেকসের বিষয়ে খবর পাওয়া গেছে.
MyDrivers অনুসারে, নোকিয়ার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি সাইজে পাওয়া যাবে. এতে মেটাল ডিজাইন থাকবে. এটি আগের লিকের খবরের থেকে আলাদা. আগের লিকে বলা হয়েছিল যে এই ফ্ল্যাগশিপে মেটাল ডিজাইন এর সঙ্গে গ্লাসের ব্যবহারও হবে. এই হ্যান্ডসেটটিতে কোয়াল্কম স্ন্যাপড্যাগন 835 প্রসেসার থাকতে পারে. এর সঙ্গে এতে 4GB র্যাম আর 6GB র্যামের অপশনও থাকতে পারে.
এর সঙ্গে এই ফোনে 23 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা Carl Zesis অপ্টিক্সের সঙ্গে থাকবে. নোকিয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম Rs.40,000 থেকে Rs.45,000 অব্দি হবে.
এর আগেও এই ফোনটিকে নিয়ে অনেক ধরনের গুজব শোনা গেছে. HMD গ্লোবাল এই বছর নোকিয়া ব্র্যান্ডের 7 অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে আসবে.