নোকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি ভেরিয়ান্টে লঞ্চ হবে, এটি স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেক যুক্ত হবে

নোকিয়ার ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি ভেরিয়ান্টে লঞ্চ হবে, এটি স্ন্যাপড্র্যাগন 835 চিপস্টেক যুক্ত হবে
HIGHLIGHTS

নোকিয়ার ফ্ল্যাগশিপ ডিভাইস দুটি আলাদা সাইজে পাওয়া যাবে আর এর দাম Rs.45,000 এর কাছাকাছি হবে

HMD গ্লোবাল কিছুদিন আগেই Nokia3, Nokia5 আর Nokia 6 অ্যান্ড্রয়েড ফোন বাজারে নিয়ে এসেছে. এর মধ্যে কিছু স্মার্টফোন কিছু দেশে কিনতে পাওয়া যাচ্ছে. এর সঙ্গে আসা করা হচ্ছে যে কোম্পানি এই বছর আরো কিছু স্মার্টফোনও নিয়ে আসবে. এবার চিনের একটি রিপোর্ট সামনে এসেছে, যার ফলে এই ফোনের কিছু স্পেকসের বিষয়ে খবর পাওয়া গেছে.

MyDrivers অনুসারে, নোকিয়ার আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটি সাইজে পাওয়া যাবে. এতে মেটাল ডিজাইন থাকবে. এটি আগের লিকের খবরের থেকে আলাদা. আগের লিকে বলা হয়েছিল যে এই ফ্ল্যাগশিপে মেটাল ডিজাইন এর সঙ্গে গ্লাসের ব্যবহারও হবে. এই হ্যান্ডসেটটিতে কোয়াল্কম স্ন্যাপড্যাগন 835 প্রসেসার থাকতে পারে. এর সঙ্গে এতে 4GB র্যাম আর 6GB র্যামের অপশনও থাকতে পারে.

আরো দেখুন: Facebook Messenger লঞ্চ করল ইন্সট্যান্ট গেম ফিচার

এর সঙ্গে এই ফোনে 23 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা Carl Zesis অপ্টিক্সের সঙ্গে থাকবে. নোকিয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম Rs.40,000 থেকে Rs.45,000 অব্দি হবে.

এর আগেও এই ফোনটিকে নিয়ে অনেক ধরনের গুজব শোনা গেছে. HMD গ্লোবাল এই বছর নোকিয়া ব্র্যান্ডের 7 অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে আসবে.

আরো দেখুন: 28 দিনের ভ্যালিডিটির সঙ্গে আসবে Jio’র সবথেকে সস্তা প্ল্যান

আরো দেখুন: Oppo F3 স্মার্টফোন ভারতে লঞ্চ হল, দাম Rs.19,990

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo