Nokia 3, Nokia 5 ভারতে লঞ্চ হল

Updated on 13-Jun-2017
HIGHLIGHTS

Nokia 3 আর Nokia 5 এর দাম Rs. 9,499 আর Rs. 12,899 রাখা হয়েছে

Nokia 3 আর Nokia 5 কে আজ ভারতে লঞ্চ করা হল। ভারতে Nokia 3 এর দাম Rs. 9,499 আর Nokia 5 এর দাম Rs. 12,899  রাখা হয়েছে। এই স্মার্টফোন দুটি অ্যান্ড্রয়েড নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। আর এই দুটিই অ্যান্ড্রয়েড O’র আপডেট পাবে। Nokia 3 স্মার্টফোনটি 16 জুন থেকে অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাবে।

আপানাদের বলে রাখি যে, Nokia 3 স্মার্টফোনটিতে 5 ইঞ্চির ডিসপ্লে থাকবে যা গোরিলা গ্লাস দিয়ে কভার করা। এই ফোনটি মিডিয়াটেক 6737 SoC তে কাজ করে। এই ফোনের র‍্যাম 2GB আর ইণ্টারনাল স্টোরেজ 16GB। এই ডিভাইসের ব্যাটারি 2650mAH। এই ফোনটিতে প্রাইমারি ক্যামেরা আর সেকন্ডারি ক্যামের দুটিই 8 মেগাপিক্সালের। এই ফোনটি সিলভার, মেটাল ব্ল্যাক, টেমপার্ড ব্লু আর কপার হোয়াইট রঙে পাওয়া যাবে। এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড নৌগাট 7.0 তে কাজ করে।

আর Nokia 5 এ 5.2 –ইঞ্চির কমপ্যাক্ট HD ডিসপ্লে আছে। এই ফোনটির র‍্যাম 2GB আর এতে স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে। এই ডিভাইসের ব্যাটারি 3000mAH এর। Nokia 5 এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র যাকে 128GB অব্দি বাড়ানো সম্ভব। নোকিয়ার এই নতুন ফোনে ইউজার্সরা গুগল ড্রাইভের মাধ্যমে আনলিমিটেড স্টোরেজের সুবিধা পাবে। এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নোউগাট ভার্শনটি আছে।     

Connect On :