Nokia XR21: 64MP ক্যামেরা এবং পাওয়ারফুল প্রসেসর সহ নোকিয়ার নতুন ফোন লঞ্চ, জানুন দাম কত

Nokia XR21: 64MP ক্যামেরা এবং পাওয়ারফুল প্রসেসর সহ নোকিয়ার নতুন ফোন লঞ্চ, জানুন দাম কত
HIGHLIGHTS

Nokia তার নতুন ফোন Nokia XR21 লঞ্চ করে দিয়ছে

Nokia XR21 ফোনে ওয়াটার রেসিস্টেন্টের জন্য IP69K রেটিং পাওয়া গিয়েছে

Nokia XR21 ফোনে Snapdragon 695 5G প্রসেসর এর সাথে গ্রাফিক্সের জন্য Adreno 619L GPU পাওয়া যাবে

HMD Global মালিকাধিন কোম্পানি Nokia তার নতুন ফোন Nokia XR21 লঞ্চ করে দিয়ছে। কোম্পানি এই ফোনটি বিশেষভাবে আউটডোর ব্যবহারের জন্য় ডিজাইন করা হয়েছে। কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন। Nokia XR21 ফোনে ওয়াটার রেসিস্টেন্টের জন্য IP69K রেটিং পাওয়া গিয়েছে।

Nokia XR21 দাম, বিক্রি

Nokia XR21 স্মার্টফোনটি বর্তমানে শুধু কিছু মার্কেটেই চালু করা হয়েছে। এই ফোনটি জার্মনি-র বাজারে EUR 599 যা ভারতীয় দাম হিসাবে প্রায় 54,216 টাকায় পাওয়া যাবে। এর পাশাপাশি, UK মার্কেটে GBP 499 যা ভারতীয় দাম হিসাবে 51267 টাকায় বিক্রি করা হবে। এই দামে আপনি 6GB এবং 128GB স্টোরেজ মডেলটি কিনতে পারবেন।

Nokia XR21 স্মার্টফোনটি বর্তমানে জার্মনি-র মার্কেটে বিক্রির জন্য় উপলব্ধ রয়েছে। এর পাশাপাশি, UK এর মার্কেটে জুন মাস থেকে বিক্রি করা হবে। এটি মিডনাইট ব্ল্যাক এবং পাইন গ্রিন রঙে কেনা যাবে। আগামী মাস থেকে যুক্তরাজ্যে এর বিক্রি শুরু হবে।

Nokia-XR21

Nokia XR21 এর স্পেসিফিকেশন

Nokia XR21 ফোনে একটি 6.49-ইঞ্চি ফুল HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz সাপোর্ট দেওয়া। ডিসপ্লের সুবক্ষার জন্য় Gorilla Glass Victus সাপোর্ট রেয়েছে। Nokia XR21 ফোনে Snapdragon 695 5G প্রসেসর এর সাথে গ্রাফিক্সের জন্য Adreno 619L GPU পাওয়া যাবে। ফোনটি 6GB LPDDR4x RAM এবং 128 GB UFS 2.1 স্টোরেজ এর সাথে আনা হয়েছে। ফোনে Android 12 অপারেটিং সিস্টাম পাওয়া যাবে।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে Nokia XR21 ফোনে। ফোনের প্রাইমারি সেন্সর 64 মেগাপিক্সেলের দেওয়া, এর দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেলের যা একটি আল্ট্রা ওয়াইড লেন্স সেন্সর। পাশাপাশি, এতে সেলফি ক্যামেরা হিসাবে ফোনের ফ্রন্টে 16-মেগাপিক্সেল সেন্সর পাওয়া যাবে।

Nokia XR21 ফোনে 33W ফাস্ট চার্জিং সহ একটি 4800mAh ব্যাটারি অফার করা হয়েছে। ফোনের সাইডে মাউন্টেড  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo