চিনে পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত Nokia X71 স্মার্টফোনটি লঞ্চ হল

চিনে পাঞ্চ হোল ক্যামেরা যুক্ত Nokia X71 স্মার্টফোনটি লঞ্চ হল
HIGHLIGHTS

Nokia X71 চিনে পাঞ্চ হোল ক্যামেরা সঙ্গে লঞ্চ হল

এই ফোনটি চিনে দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে

যেমনটা আশা করা হয়েছিল তেমনি ফিনল্যান্ডের কোম্পানি HMD Global চিনে তাদের Nokia X71 ফোনটি নিয়ে এসেছে। আর এই ফোনটি এই সময়ে তাইওয়ানে এসেছে আর এর সঙ্গে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোন Nokia 9 Pure View কেও এনেছিল।

Nokia X71 ফোনটি চিনে প্রি অর্ডার করা যাচ্ছে আর এই ফোনটির স্পেস ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে আসতে পারে, একটি ভেরিয়েন্ট 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ আর অন্য ভেরিয়েন্টটি 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ যুক্ত। 64GB স্টোরেজ মডেলের দাম 2,199 Yuan(প্রায় $327) রাখা হয়েছে আর 128GB মডেলের দাম প্রায় 2,699 Yuan(প্রায় $402)রাখা হয়েছে।

ডুয়াল সিমের সঙ্গে Nokia X71 ফোনে আপনারা 6.39 ইঞ্চির ফুল HD+ স্ক্রিনপাবেন। আর এই ডিভাইসে স্ন্যাপড্র্যাগন 660 প্রসেসার আছ্যে। আর ফোনে অ্যান্ড্রয়েড পাই আছে। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা ট্রিপেল র‍্যেয়ার ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা পেছনের দিকে একটি f/1.8 অ্যাপার্চারের 48MP র ক্যামেরা পাবেন, আর সঙ্গে f/2.4 অ্যাপার্চারের ক্যামেরার আর 5মেগাপিক্সালের ডেপথ ফিল্ড সেন্সার পাবেন আর এর সঙ্গে এতে একটি 8MP র আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার আছে।

ডিভাইসে একটি f/2.0 অ্যাপার্চারের 16MP র সেলফি সেন্সার আছে। Nokia X71 ফোনের ব্যাটারি 3,500mAh য়ের। আর এই ফোনে 18W ফাস্ট চার্জইং আছে। আর এই ফোনে আপনারা 3.5 mm অডিও জ্যাক ও পাবেন।

ইমেজ সোর্সঃ

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo