20 ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হবে Nokia X30 5G ফোনের সেল, রয়েছে PureView OIS ক্যামেরা, জানুন কত দাম

Updated on 16-Feb-2023
HIGHLIGHTS

20 ফেব্রুয়ারি থেকে ভারতে Nokia X30 5G বিক্রি শুরু হবে

ভারতে Nokia X30 5G ফোনের দাম রাখা হয়েছে 48,999 টাকা

Nokia X30 5G ফোনে 8GB RAM সহ Snapdragon 695 5G প্রসেসর রয়েছে

HMD Global ভারতে Nokia X30 5G ফোনের সেলের তারিখ ঘোষণা করেছে। 20 ফেব্রুয়ারি থেকে ভারতে Nokia X30 5G বিক্রি শুরু হবে। Nokia X30 5G গত বছরের সেপ্টেম্বরে বার্লিনে IFA 2022-এ লঞ্চ করা হয়েছিল। Nokia X30 5G ফোনে 8GB RAM সহ Snapdragon 695 5G প্রসেসর রয়েছে। এছাড়াও, ফোনে 50-মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। ফোনে 4200mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Nokia মোবাইল ইন্ডিয়ার তরফে টুইট করে Nokia X30 5G ফোনের বিক্রি সম্পর্কে জানানো হয়েছে। ফোনের প্রি-বুকিং শুরু হয় গিয়েছে।

Nokia X30 5G ফোনের দাম এবং সেল তারিখ

ভারতে এই ফোনটির দাম রাখা হয়েছে 48,999 টাকা। তবে কোম্পানির তরফে জানানো হয়েছে এই দামটি সাময়িক সময়ের জন্য রাখা হয়েছে। অর্থাৎ পরে এই ফোনের দাম বদলাবে। 

আগামী 20 ফেব্রুয়ারি থেকে কেনা যাবে এই ফোনটি। যাঁরা এই ফোন কিনতে ইচ্ছুক তাঁরা এটিকে Amazon বা Nokia-এর যে অফিসিয়াল সাইট আছে অর্থাৎ Nokia.com থেকে কিনতে পারবেন।

https://twitter.com/NokiamobileIN/status/1625366743433777153?ref_src=twsrc%5Etfw

Nokia X30 5G স্পেসিফিকেশন

Nokia X30 5G ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এর মধ্যে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা। এখানে AI এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা পাওয়া যাবে। ফলে বোঝাই যাচ্ছে এই ক্যামেরার সাহায্যে গ্রাহকরা দারুন সব ছবি তুলতে পারবেন। এছাড়া এখানে আছে নাইট মোড 2.0, ডার্ক ভিশন, ট্রাইপড মোড, ইত্যাদি। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য গ্রাহকরা এই ফোনে পাবেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। এছাড়া GoPro Quick এখানে ইনস্টল করা থাকবে। ফলে যাঁরা ফোন ফটোগ্রাফি করেন তাঁদের জন্য এটি একটি আদর্শ ফোন হতে চলেছে। 

এছাড়া এই ফোনে 90 Hz রিফ্রেশ রেট সহ একটি 6.43 ইঞ্চির একটি পিওর AMOLED ডিসপ্লে আছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে এখানে। এখানে ভাইব্রেন্ট কালার এবং দারুন ঔজ্জ্বল্য থাকার কারণে গ্রাহকরা অনায়াসে এখানে স্ট্রিম, বা স্ক্রল করতে পারবেন। সুরক্ষার জন্য গ্রাহকরা এখানে পাবেন কর্নিং গোরিলা গ্লাসের সুবিধা। অ্যান্ড্রয়েড 12 এবং Qualcomm Snapdragon 695 প্রসেসরের সাহায্যে এটি পরিচালিত হবে।

এখানে আছে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে গ্রাহকরা 3 বছরের সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট পাবেন। 33W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে এখানে। ফোনটিকে একবার চার্জ দিলে নাকি এটি 2 দিন পর্যন্ত চলতে পারবে। এমনটাই জানিয়েছে সংস্থা। 

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :