পরবর্তী নোকিয়ার 5G ফোন কম দামে আসবে

পরবর্তী নোকিয়ার 5G ফোন কম দামে আসবে
HIGHLIGHTS

2020 সালে ফোনটি লঞ্চ করা হতে পারে

সম্ভাব্য দাম $500 থেকে $650 পর্যন্ত হতে পারে

বর্তমান 5G ফোনের আর্ধেক দামে পাওয়া যাবে

একাধিক স্মার্টফোন কোম্পানি প্রথমে 5G স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে, আর Xiaomi, Huawei, OnePlus, ZTE, Samsung ও LG বেশ কিছু জায়গায় তাদের 5G ফোন নিয়ে এসেছে। আর অন্য ব্র্যান্ড গুলিও এই বছর তাদের 5G ফোন রিলিজ করতে পারে। আর এখনও পর্যন্ত সর্বাধিক 5G ফোন রিলিক করা হতে পারে। আর একটি 5G ফোনে ভাল স্পেক্স থাকা দরকার। আর এর মধ্যে Digital Trends য়ের রিপোর্ট অনুসারে HDM গ্লোবালের চিফ প্রোডাক্ট অফিসার জানিয়েছেন যে কোম্পানির নতুন 5G ফোনে কাজ করছে আর এটি একটি সস্তার ফোন হবে যা সামনের বছর আমেরিকাতে আসবে। আর এই ফোনটি একটি 5G ফোন হবে।

আমেরিকাতে স্যামসাং গ্যালাক্সি Note 10+ 5G আর LG V50 ThinQ 5G ফোনের দাম $1,000 টাকার কাছাকাছি। আর এই সময়ে আমেরিকার সব থেকে সস্তা ফোন মোটো Z3 বা মোটো Z4 আর 5G Moto Mod য়ের দরকার হয়। 5G Moto Mod য়ের সঙ্গে এসেছে। আর এই ফোনটি সম্পূর্ণ ভাবে 5G স্মার্টফোন নয় কারন 5G নেটওয়ার্কে কানেক্ট করার পরে 5G মোটো মোড থাকা দরকার। 5G Moto Mod য়ের সঙ্গে Moto Z3 আমেরিকার ভার্জিনিয়াতে $800 দামে পাওয়া যাবে।

One Plus 7 Pro 5G ফোনটি কোন রকমের 5G ডাটা প্ল্যানের দাম 880 ইউরো আর 900 ইউরোতে কেনা যাবে। আর এখন আমেরিকাতে এটি না থাকলেও স্প্রিন্টের সঙ্গে এটি আসতে পারে। আর এই ফোনের দাম দেখে আশা করা যায় যে 2020 সালে আসতে চলা নোকিয়া 5G ফোনের দাম $500 থেকে  $650 টাকা পর্যন্ত হবে।

HMD গ্লোবাল সেপ্টেম্বরে হতে চলা IFA 2019য়ের সময়ে Nokia 7.2, Nokia 6.2, Nokia 5.2য়ের সঙ্গে কিছু ফিচার ফোন আনতে পারে আর এই বছরের শেষের মধ্যে কোম্পানির  Nokia 9.1 PureView 5G ফ্ল্যাগশিও ফোন আসতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo