নোকিয়ার 5G ফোন এই বছরের তৃতীয় কোয়াটারে লঞ্চ করা হতে পারে

Updated on 10-Jun-2019
HIGHLIGHTS

ফোনে স্ন্যাপড্র্যাগব 845 থাকবে

ফোনটি তৃতীয় কোয়াটারে আসবে

Nokia 8.1 ফোনটির জায়গায় এই ফোনটি আসবে

HMD গ্লোবাল তাদের পাঁচ ক্যামেরার ফোন Nokia 9 Pure view তাড়াতাড়ি ভারতে নিয়ে আসতে পারে আর এই ডিভাইসটি অনেক ফ্ল্যাগশিপ ফোনকে করা টক্কর দিতে পারে। আর এই ফোনের ক্যামেরা এর প্রধান আকর্ষণ। আর এই ফোনে আপনারা স্ন্যাপড্র্যাগন 845 পাবেন।

রিপোর্টে জানা গেছে যে এই ফিনল্যান্ডের কোম্পানিটি এই বছর তাদের 5G ফোন লঞ্চ করবে আর যা Nokia 9 Pure View য়ের জায়গা নেবে। আর একটি নতুন রিপোর্ট অন্সুয়ারে কোম্পানি দু দুটি নতুন 5G ফোন লঞ্চ করবে।

নোকিয়া পাওয়ার ইউজারের রিপোর্ট অনুসারে , এই খবর সামনে এসেছে যে Nokia 2.2 র বিষয়ে জানিয়েছিল। সোর্স অনুসারে এই 5G ফোন গুলি একটি ফ্ল্যাগশিপ ডিভাইস হবে যা স্ন্যাপড্র্যাগন 700 সিরিজের প্রসেসার হবে আর যা Nokia 81. য়ের জায়গা নিতে পারে।

Nokia 9 PureView ফোনের স্পেসিফিকেশান

এই ফোনটিতে 5.99 ইঞ্চির কোয়াড HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে আর এটিকে কোম্পানি পিওর ভিউ ডিসপ্লে বলেছে। Nokia 9 Pure View ফোনে আপনারা 12Mp র আর 5MP র ক্যামেরা পাবেন। আর ফোনে সেলফি নেওয়ার জন্য 20MP র ক্যামেরা আছে। আর এই ফোনে 6GB র‍্যাম দেওয়া হয়েছে।

ফোনটি IP67 রেটিং যুক্ত আর এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই আছে আর এই ফোনটি 128GB স্টোরেজ আর 3,320 mAh য়ের ব্যাটারি যুক্ত। 

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :