digit zero1 awards

নোকিয়ার সিকিউরিটি পেজ আপডেট হল এর ফলে কী হবে জানেন!

নোকিয়ার সিকিউরিটি পেজ আপডেট হল এর ফলে কী হবে জানেন!
HIGHLIGHTS

HMD গ্লোবাল আর নোকিয়ার সিকিউরিটি আপডেট পেজের আপডেট করেছে আর এই পেজে সেই সব নোকিয়া ফোনের বিষয়ে বলা হয়েছে যা সিকিউরিটি আপডেট পাবে

HMD গ্লোবালের তরফে নোকিয়ার সিকিউরিটি আপডেট পেজের আপডেট করা হয়েছে, আর এই পেজে সেই সব নোকিয়া ফোনের বিষয়ে বলা হেয়ছে, যা সিকিউরিটি আপডেট পাবে। এও বলা যায় যে যে সব স্মার্টফোন গুলি আপডেট পাবে বা পেয়েছে সবই আছে এখানে। আর এই পেজে আপনারা বিল্ড নাম্বার আর ডিটেলস পাবেন, আর এখানেও ডিটেলস পাওয়া যাচ্ছে, আর একটি সিকিউরিটি পেজের ফর্মওয়্যার আপডেট আর একটি সিকিউরিটি পেজের পার্টিকুলার ডিভাইসের বিষয়ে বলা হয়েছে।

আপনার নোকিয়া ফোন যদি এখনও আপডেট না পেয়ে তাহকে তবে আপনাদের বলে রাখি যে এই আপডেট দেখার জন্য আপনাদের ম্যানুয়ালি গিয়েও চেক কড়তে পারবেন। আর আপনারা আগে এই পেজের মাধ্যমে একবার দেখতে পারবেন। তবে এই পেজে শুধু বিল্ড নাম্বারের সঙ্গে এই আপডেট দেওয়া হয়েছে।

আপনাদের এও বলে রাখি যে আপনারা যদি নোকিয়া ফোনের কোণ রকমের খবর চান তবে আপনারা নোকিয়ার সিকিউরিটি আপডেট পেজে গিয়ে তা জানতে পারবেন। আর আপনারা এখানে নোকিয়া ফোনের আপডেটের বিষয়েও জানতে পারবেন। HMD গ্লোবাল নোকিয়া সিকিউরিটি পেজের আপডেত করেছে আর এবার এখানে প্রায় সব ফোনের বিষয়ে খবর পাওয়া যাচ্ছে

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo