নোকিয়ার স্মার্টফোন আগামী মাসে ভারতে লঞ্চ হবে
HMD গ্লোবাল ভারতে Nokia 3310 ছাড়া, Nokia 6, Nokia 5 আর Nokia 3 অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে আসবে
অনেক দিনের প্রতিক্ষার পরে শেষঅব্দি HMD গ্লোবাল ভারতে তাদের 3টি স্মার্টফোন আর Nokia 3310 নিয়ে আসতে চলেছে. কোম্পানি আগামী মাসে এই চারটি ফোনকে ভারতে সেলের জন্য নিয়ে আসবে. যখন কোম্পানি তাদের এই ফোনগুলি MWCতে এনেছিল, তখনই কোম্পানি বলেছিল যে, তারা 2017 সালেই ভারতে এই ফোনগুলি নিয়ে আসবে. সা করা হচ্ছে যে আগামী মাসেই এই ফোনগুলি ভারতে লঞ্চ হয়ে যাবে.
প্রথমদিকে নোকিয়া তাদের এই অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলি আর Nokia 3310 কে অফলাইন মার্কেটে বিক্রি করবে. পরে এগুলি অনলাইনেও বিক্রি করা হবে. আপানদের বলে রাখি যে অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগেই এই স্মার্টফোনগুলি ভারতের অনলাইন রিটেলার ওয়েবসাইটে লিস্ট হওয়া শুরু হয়েছে. এই লিস্টিং থেকে Nokia 3310’র দামের ব্যাপারে খবর পাওয়া গেছে. এই ফোনটি Rs.3899 দিয়ে প্রি-অর্ডার করা যাচ্ছে. এটি 5ই মে থেকে প্রি অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে.
HMD গ্লোবাল ভারতে Nokia 3310 ছাড়া, Nokia 6, Nokia 5 আর Nokia 3 অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে নিয়ে আসবে. এর ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এই ডিভাইসে 2.4 ইঞ্চির QVGA স্ক্রিন আছে. এছাড়া এই ডিভাইসে 16GB ইন্টারনাল স্টোরেজ আছে যা 32GB অব্দি এক্সপেন্ড করা যায়. Nokia 3310, 1200mAh এর ব্যাটারি যুক্ত হবে, যা 22.1 ঘন্টার টক টাইম দেয় আর এই ডিভাইসটি 31 দিনের স্ট্যান্ডবাই টাইম দেয়. এছাড়া এই ডিভাইসটি 51ঘন্টার MP3 প্লেব্যাক আর 39 ঘন্টার এফএম রেডিও প্লে ব্যাক দেয়. কানেক্টিভিটির জন্য এই ফোনে মাইক্রো ইউএসবি 2.0, ব্লুটুথ 3.0 আর 3.5 আর 3.5mm অডিও জ্যাক আছে. এছাড়া এই ডিভাইসে 2G নেটওয়ার্ক কানেক্টিভিটিও দেওয়া হয়েছে.
Nokia 6 স্মার্টফোনের ফিচারের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5.5 ইঞ্চির ফুল HD ডিসপ্লেতে 2.5D গোরিলা গ্লাস আছে. এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার আছে. যদি এই স্মার্টফোনের ক্যামেরার দিকে দেখা যায় তবে দেখা যাবে যে এতে 16 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে, এই ফোনে মেটাল বডি দেওয়া হয়েছে যা এর লুককে অসাধারন করে দেয়.
Nokia 5 স্ন্যাপড্র্যাগন 430 প্রসেসার যুক্ত স্মার্টফোন. সেখানে নোকিয়া 5 এ 13MP রেয়ার ক্যামেরা ডুয়াল টোন LED ফ্ল্যাশ আর ফেস ডিটেকশন অটোফোকাসের সঙ্গে আছে. এর ফ্রন্ট ক্যামেরা 8MP’র. নোকিয়া 5 এর ব্যাটারি 3000mAh. নোকিয়া 5 এর দাম €189 (প্রায় Rs. 14,000).
Nokia3 এর ফিচার এবার দেখে নেওয়া যাক. এই ফোনটিতে 5.2 ইঞ্চির HD ডিসপ্লে, 2GB র্যাম আর 16GB স্টোরেজ আছে. নোকিয়া 3 স্ন্যাপড্র্যাগন 425 প্রসেসার যুক্ত. নোকিয়া 3 এ 8MP ফ্রন্ট আর রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে. নোকিয়া 3 ফোনের ব্যাটারি 2650mAh. নোকিয়া 3 এর দাম €139 (প্রায় Rs. 10,000).
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile