Nokia এখন পুরো নিত্য নতুন ফোন লঞ্চ করার মুডে রয়েছে। একটার পর একটা ফোন লঞ্চ করেই চলেছে এই সংস্থা। কিছুদিন আগেই এই সংস্থার তরফে তাদের Flagship ফোন Nokia X30 5G লঞ্চ করা হয়। এবার Flagship ফোনের পর HMD Global -এর তরফে তিনটি বাজেট ফ্রেন্ডলি এবং মিড রেঞ্জের ফোন আনা হল। জানা গিয়েছে এই ফোনগুলোতে ব্যাপক ব্যাটারি লাইফ মিলবে। অর্থাৎ একবার চার্জ দিলে এই ফোন নাকি 3 দিন পর্যন্ত চলতে পারে। এছাড়া জানা গিয়েছে এই কোম্পানির C সিরিজের ফোনগুলোতে ভাল ছবি উঠতে, সঙ্গে এগুলো নাকি ভীষণই টেকসই। অন্যদিকে এই সংস্থার তরফে তাদের প্রথম G সিরিজের ফোন, G22 লঞ্চ করা হল। এই ফোনটি Nokia -এর তরফে iFixit -এর সঙ্গে হাত মিলিয়ে বিশ্ব স্তরে আনা হয়েছে। জানা গিয়েছে এটির মূল যন্ত্রটি পর্যন্ত রিপেয়ার করা যাবে।
1.এই ফোনটি হচ্ছে নোকিয়ার প্রথম স্মার্টফোন যা এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যাতে এটির ভিতর পর্যন্ত ঠিক করা যেতে পারে। আর এটার জন্য সংস্থার তরফে iFixit এর সঙ্গে হাত মেলানো হয়েছে।
2.ফলে আপনি বিশ্বের যেখানে থাকুন না কেন, আর আপনার এই ফোনের যাই ক্ষতি হোক না কেন ডিসপ্লে থেকে চার্জিং পোর্টের সমস্যা সহ সবটাই জানানো যাবে এই iFixit এর সাহায্যে।
3.এই ফোনটি তৈরি হয়েছে 100% রিসাইকেল করা প্লাস্টিক দিয়ে।
4.এই ফোনে গ্রাহকরা দারুন শব্দ সহ 2 বছরের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড, 3 বছরের সিকিউরিটি আপডেট, সহ 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।
1.এই ফোনটি সব থেকে টেকসই, এটি দারুন শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে।
2.এখানে আছে IP52 রেটিং আছে। এছাড়া 2.5D ডিসপ্লে গ্লাস মিলবে এখানে সঙ্গে থাকবে রিজিড মেটাল চেসিস সহ একটি শক্তপোক্ত পলিকার্বনেট ইউনিবডি ডিজাইন। এখানে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
এখানে গ্রাহকরা পেয়ে যাবেন একটি 50 মেগাপিক্সেলের সেন্সর সহ দারুন গ্লাস ফিনিশ। একটা প্রিমিয়াম ফিল থাকবে এই ফোনে। এটি চলবে অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে।
Nokia G22 ফোনটি দুটি রঙে উপলব্ধ হয়েছে, মিটিওর গ্রে এবং লাগুন ব্লু। এখানে গ্রাহকরা 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ পেয়ে যাবেন এবং সঙ্গে মিলবে আরও একটি ভ্যারিয়েন্ট, যেখানে থাকবে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটির বিশ্ববাজারে গড় রিটেল দাম রাখা হয়েছে 179 ইউরো, যা ভারতীয় মূল্যে প্রায় 15,307 টাকা। আপনি যদি এই ফোনটিকে কেনার পর সারাতে চান কখনই তাহলে আপনি একটি হোম ফিট কিট কিনতে পারেন 5 ইউরো বা ভারতীয় মূল্যে প্রায় 429 টাকা দিয়ে। এটি iFixit থেকে কেনা যাবে। এছাড়া কোনও রিপ্লেসমেন্ট পার্টও এখান দিয়ে কিনতে পারেন। যেমন স্ক্রিনের দাম পড়বে 49.95 ইউরো অথবা প্রায় 4,285 টাকা, ব্যাটারির দাম পড়বে 24.95 ইউরো বা প্রায় 2,141.98 টাকা দিয়ে। অন্যদিকে চার্জিং পোস্ট এর দাম 19.95 ইউরো বা 1,714.63 টাকা রাখা হয়েছে।
অন্যদিকে Nokia C32 ফোনটি তিনটি রঙে উপলব্ধ হয়েছে, চারকোল, অটম গ্রিন এবং বিচ পিঙ্ক। এখানেও দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে, 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের বিশ্ববাজারে গড় দাম রাখা হয়েছে 139 ইউরো বা 11,931.95 টাকা।
Nokia C22 ফোনটি দুটি রঙে পাওয়া যাবে, মিডনাইট ব্ল্যাক এবং স্যান্ড। এখানেও দুটো স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে, 2 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এবং 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের গড় বিক্রয় মূল্য রাখা হয়েছে 129 ইউরো বা 11,065 টাকা প্রায়।