Nokia G42 5G India Price কত হবে? লঞ্চের আগে সামনে হল Smartphone Details

Nokia G42 5G India Price কত হবে? লঞ্চের আগে সামনে হল Smartphone Details
HIGHLIGHTS

Nokia ভারতে তাদের নতুন 5G Phone Nokia G42 লঞ্চ করতে চলেছে

ইউজারদের দুটি প্রাইস-রেঞ্জ দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসা করেছে যে এই ডিভাইসটি 16xxx বা 18xxx টাকার মধ্যে পাওয়া যাবে কিনা

প্রসেসর হিসেবে Nokia G42 ফোনে কোয়ালকম Snapdragon 480 প্রসেসর থাকতে পারে

Nokia ভারতে তাদের নতুন 5G Phone Nokia G42 লঞ্চ করতে চলেছে। ভারতে লঞ্চিংয়ের আগেই Nokia-এর এই ফোন গ্লোবাল মার্কেটে চালু করে দেওয়া হয়েছে। নোকিয়ার আপকামিং স্মার্টফোনটি বাজারে আসার আগে থেকে অনলাইনে কয়েকদিন ধরে টিজ করা হচ্ছে। তবে কোম্পানিও তার আপকামিং ফোনের বেশ কিছু তথ্য তার সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করেছে।

Nokia এর আপকামিং ফোনের ভারতীয় মডেলটি গ্লোবাল ভ্যারিয়্যান্টের মতোই হবে। আপাতত, Nokia G42 ফোনের দাম প্রকাশ করেছে। আসুন জেনে দেখে নেওয়া যাক ভারতের বাজারে কত দামে কেনা যাবে Nokia Upcomin Phone।

আরও পড়ুন: Jio 299 vs Airtel 299: সস্তার Prepaid Plan, এই রিচার্জে পাবেন Extra 21GB Data

Nokia G42 India Price

কোম্পানি তার X (টুইটার) অ্যাকাউন্টে Nokia G42 5G ফোনের দামের একটি পোল শুরু করেছে। এই পোলে ইউজারদের Nokia G42-এর দাম অনুমান করতে বলা হয়েছে। ইউজারদের দুটি প্রাইস-রেঞ্জ দেওয়া হয়েছে এবং জিজ্ঞাসা করেছে যে এই ডিভাইসটি 16xxx বা 18xxx টাকার মধ্যে পাওয়া যাবে কিনা। এই পোল থেকে অনুমান করা হচ্ছে যে আপকামিং নোকিয়া ফোনের দাম 18,000 টাকার কমে হতে পারে।

Nokia Pol অনুযায়ী, বেশিরভাগ ইউজাররা প্রথম বিকল্পটিকে ভোট দিয়েছেন। প্রায় 81 শতাংশ ইউজারদের চাহিদা যে আপকামিং ডিভাইসটি 16xxx টাকার রেঞ্জে আসবে।

আরও পড়ুন: Oppo A38 ফোন চুপিসারে India Launch, 50MP Camera এবং Big Battery মতো রয়েছে Specs

Nokia G42 ফোনের স্পেসিফিকেশন কী কী

Nokia G42 5G ফোনে 6.56 ইঞ্চি HD+ ডিসপ্লে অফার করা হবে, যার রিফ্রেশ রেট 90Hz এবং HD+ রেজোলিউশন থাকবে।

প্রসেসর হিসেবে Nokia G42 ফোনে কোয়ালকম Snapdragon 480 প্রসেসর থাকতে পারে।

আপকামিং নোকিয়া ফোনে 4GB/6GB RAM এর সাথে 128GB স্টোরেজ দেওয়া হবে। ফোনে ভার্চুয়াল RAM সাপোর্টও দেওয়া হবে।

ক্যামেরার কথা বললে ফোনে পিল আকারের ক্যামেরা মডিউল দেওয়া হবে। ফোনে তিনটি রিয়ার ক্যামেরা থাকবে, যার মেইন সেন্সর 50-মেগাপিক্সেলের এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং ডেপথ সেন্সর থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

Nokia G42 5G price

পাওয়ার বাটানে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট দেওয়া হবে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

স্মার্টফোনকে পাওয়ার দিতে 20W ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি থাকতে পারে।

আরও পড়ুন: Samsung Galaxy A-Series এর দুটি ফোনে অবিশ্বাস্য ছাড়, New Price কত জানেন?

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo