Nokia G42 5G Price Cut: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ নোকিয়া বাজেট ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত

Nokia G42 5G Price Cut: 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ নোকিয়া বাজেট ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত
HIGHLIGHTS

নোকিয়া স্মার্টফোন মেকর কোম্পানি HMD Global তার একটি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে

গত বছর লঞ্চ হওয়া Nokia G42 5G স্মার্টফোনটি এখন আরও কম দামে কেনা যাবে

নোকিয়ার এই ফোনের রিয়ার প্যানেলটি 65 শতাংশ রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি করা

Nokia G42 5G Price cut: নোকিয়া স্মার্টফোন মেকর কোম্পানি HMD Global তার একটি জনপ্রিয় স্মার্টফোনের দাম কমিয়ে দিয়েছে। গত বছর লঞ্চ হওয়া নোকিয়া জি৪২ ৫জি স্মার্টফোনটি এখন আরও কম দামে কেনা যাবে। নোকিয়া ফোনটি তিনটি ভ্যারিয়্যান্টে আসে। তবে এই ফোনের 6GB RAM মডেলের দাম কমানো হয়েছে।

নোকিয়ার এই ফোনের রিয়ার প্যানেলটি 65 শতাংশ রিসাইকেল প্লাস্টিক দিয়ে তৈরি করা। এছাড়া ফোনটি 2-পিস ইউনিবডি ডিজাইন দিয়ে তৈরি। বাজেট স্মার্টফোনটি 20W ফাস্ট চার্জের, কেবল সহ আসে। আসুন জেনে নেওয়া যাক নোকিয়ার এই ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

আরও পড়ুন: Vivo V30e 5G: 2 মে লঞ্চ হবে পাওয়ারফুল প্রসেসর সহ ভিভো ফোন, জানুন দাম কত হবে

Nokia G42 5G স্মার্টফোনের নতুন দাম কত

এইচএমডি গ্লোবাল গত বছর নভেম্বর মাসে নোকিয়া জি৪২ ফোনের 6 জিবি RAM মডেলটি লঞ্চ করেছিল। এটি ভারতে 12,599 টাকায় বাজারে আনা হয়েছিল। তবে এখন এই ফোনটি দাম কম হওয়ার পর 900 টাকা সস্তায় কেনা যাবে। দাম কম হওয়ার পর গ্রাহকরা নোকিয়া ফোনটি মাত্র 11,699 টাকায় কিনতে পারবেন।

স্মার্টফোনটি সো পিঙ্ক, সো গ্রে এবং সো পার্পল কালার অপশনে কেনা যাবে।

Nokia G42 5G 6GB RAM model price cut
নোকিয়া জি৪২ ৫জি ফোনের 6 জিবি RAM মডেল ভারতে 12,599 টাকায় লঞ্চ হয়েছিল

Nokia G42 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ডিসপ্লে: নোকিয়া ফোনে 6.56-ইঞ্চি HD+ ডিসপ্লে পাওয়া যাবে। এতে 720×1612 পিক্সেল রেজোলিউশন দেওয়া। এটি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: স্মার্টফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ চিপসেটে চলবে। এটি Android 13 অপারেটিং সিস্টামে কাজ করে।

RAM এবং স্টোরেজ: এটি 6 জিবি RAM এর সাথে পেয়ার করা হয়েছে। এছাড়া এতে অতিরিক্ত 5GB ভার্চুয়াল RAM ও পাওয়া যাবে। এটি 128 জিবি স্টোরেজ সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ড দিয়ে এতে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার সেন্সর দেওয়া। প্রাইমারি সেন্সর হিসেবে এতে 50 মেগাপিক্সেলে ক্যামেরা দেওয়া। এর সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর পেয়ার করা।

ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এটি 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Amazon Summer Sale 2024: এই দিন শুরু হবে অ্যামাজনের বিশেষ সেল, জানুন কোন কোন জিনিষে পাবেন ডিসকাউন্ট এবং অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo