Nokia G42 5G, Nokia G310 5G specifications leaked: শীঘ্রই লঞ্চ হবে Nokia এর সস্তা 5G স্মার্টফোন, কম দামে প্রিমিয়াম ফোনকে টেক্কা

Nokia G42 5G, Nokia G310 5G specifications leaked: শীঘ্রই লঞ্চ হবে Nokia এর সস্তা 5G স্মার্টফোন, কম দামে প্রিমিয়াম ফোনকে টেক্কা
HIGHLIGHTS

Nokia কোম্পানি শীঘ্রই তার নতুন মিড-রেঞ্জ ফোন আনতে চলেছে

নোকিয়া এর এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে দেখা গেছে এবং এখন এই ফোন ব্লুটুথ SIG অথারিটিতে দেখা মিলল

নোকিয়ার দুটি স্মার্টফোনে Snapdragon 480 Plus 5G চিপসেট পাওয়া যাবে বলে জানা গেছে।

Nokia G42 5G, Nokia G310 5G specifications leaked Online: Nokia কোম্পানি শীঘ্রই তার নতুন মিড-রেঞ্জ ফোন আনতে চলেছে। কোম্পানি এই ফোনের কাজ করাও শুরু করে দিয়েছে। খবর রয়েছে যে নোকিয়ার এই ফোন Nokia G42 তে কাজ করছে।

নোকিয়া এর এই ফোনটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে দেখা গেছে এবং এখন এই ফোন ব্লুটুথ SIG অথারিটিতে দেখা মিলল। এছাড়াও, Nokia G310 5G moniker সহ আরেকটি Nokia ফোনও ব্লুটুথ সার্টিফিকেশনে দেখা গেছে। আসুন জেনে নেওয়া যাক আপকামিং Nokia ফোনে কী কী বিশেষ রয়েছে…

Nokia G42 5G এবং Nokia G310 5G ফোনে কী থাকবে বিশেষ

ব্লুটুথ SIG সার্টিফিকেশন থেকে জানা গেছে যে Nokia এর মডেল নম্বর TA-1573 এবং TA-1591/TA-1581 সহ Nokia G310 5G এবং Nokia G42 5G এর আওতায় বাজারে আসবে। ব্লুটুথ লিস্টিং থেকে জানা গেছে যে এই ফোন দুটি ব্লুটুথ 5.1 সাপোর্ট সহ আসবে। এর পাশাপাশি, ফোনের কিছু ফিচারও প্রকার হয়েছে।

আরও পড়ুন: Nothing Phone 2 Launch Date: প্রকাশ্যে এল নাথিং-এর ফোনের লঞ্চের দিন, কবে কী কী ফিচার নিয়ে আসছে এই ডিভাইস? দাম কত হবে?

Nokia G42 5G এবং Nokia G310 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

ব্লুটুথ লিস্টিং অনুযায়ী, Nokia G42 5G এবং Nokia G310 5G ফোনে 6.5 ইঞ্চি LCD HD+ ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন 720 x 1612 পিক্সেল এবং 90Hz এর রিফ্রেশ রেট থাকতে পারে। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখতে গরিল্লা গ্লাস 3 এর একটি লেয়ার দেওয়া হবে।

নোকিয়ার দুটি স্মার্টফোনে Snapdragon 480 Plus 5G চিপসেট পাওয়া যাবে বলে জানা গেছে।

Nokia G42 5G এবং Nokia G310 5G ফোনে অপারেটিং সিস্টেম হিসাবে Android 13 এর সাথে প্রিলোড করা থাকবে। গিকবেঞ্চে Nokia G42 5G ফোনটি 4GB RAM সহ দেখা গেছিল। তবে অন্য রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ফোন 6GB RAM ভার্সনেও পাওয়া যাবে, এবং স্টোরেজ 128GB থাকবে।

আরও পড়ুন: Bumper Deal! মাত্র 499 টাকায় কিনুন 10 হাজার টাকার Realme ফোন, এক্ষুনি বুক না করলে করবেন মিস

আপাতত, ফোনের ক্যামেরা সেটআপ বা ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়েনি। Nokia G42 5G এবং Nokia G310 5G ফোনে ডিসপ্লেতে একই ডিসপ্লে এবং প্রসেসর থাকবে। তবে এই দুটি ফোনের অন্যান্য স্পেসিফিকেশন একই হবে নাকি আলাদা সেই বিষয় জানা যায়নি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo