HMD Global এর তরফে আমেরিকায় Nokia G310 5G এবং Nokia C210 ফোন দুটি লঞ্চ করা হল। এই ফোনগুলো অ্যান্ড্রয়েড 13 এবং Snapdragon প্রসেসরের সাহায্যে চলবে। Nokia G310 5G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে সঙ্গে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা।
তবে Nokia C210 ফোনটিতে 13 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 3000mAh ব্যাটারি আছে। Nokia G310 5G ফোনটিতে কুইকফিক্স টেকনোলজি আছে, অর্থাৎ ফোনে কোনও গন্ডগোল হলে ব্যবহারকারীরা নিজেরাই সেটা সারিয়ে নিতে পারবেন। এখানে 5000mAh ব্যাটারি আছে।
Nokia G310 ফোনটির দাম USD 186 বা ভারতীয় মূল্যে 15,000 টাকা মতো রাখা হয়েছে, এটি নীল রঙে কেনা যাবে। অন্যদিকে Nokia C210 ফোনটির দাম USD 109 বা 9,000 টাকা রাখা। এই ফোনটি গ্রে ফিনিশ রঙে কেনা যাবে।
HMD গ্লোবালের তরফে জানানো হয়েছে এই Nokia G310 5G ফোনটি 24 অগাস্ট থেকে কেনা যাবে। 14 সেপ্টেম্বর থেকে কেনা যাবে Nokia C210।
Nokia G310 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর সাহায্যে চলে। এখানে 6.56 ইঞ্চির একটি HD ডিসপ্লে আছে যেখানে 90 HZ রিফ্রেশ রেট পাবেন। এই ফোনে 2.5D গোরিলা গ্লাস 3 রয়েছে সুরক্ষার জন্য।
ফোনটি পরিচালিত হয় Snapdragon 480+ 5G প্রসেসরের সাহায্যে, এখানে 4 GB RAM আছে। কুইকফিক্স টেকনোলজির সুবিধা পাবেন এই ফোনে। অর্থাৎ ফোনের ব্যাটারি বা চার্জিং পোর্ট খারাপ গ্রাহকরা নিজেরাই এটাকে সরিয়ে নিতে পারবেন। IFixit থেকে এই ফোনের সমস্ত পার্টস পাওয়া যাবে।
ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর সহ দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
Nokia G310 5G ফোনটিতে 128 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে 1 TB পর্যন্ত বাড়ানো যাবে। WIFI, ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট, GPS, ইত্যাদির সুবিধা পাবেন এই ফোনে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এখানে।
20W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mah ব্যাটারি আছে এই Nokia G310 5G তে। জল এবং ধুলো প্রতিরোধ করার জন্য আছে IP52 রেটিং।
আরও পড়ুন: Redmi K60 Ultra Launched: MediaTek প্রসেসর নিয়ে লঞ্চ করল রেডমির নতুন ফোন, কিনতে খরচ হবে কত?
এই ফোনে 6.3 ইঞ্চির একটি HD+ LCD ডিসপ্লে আছে। গোরিলা গ্লাস 3 এর সুরক্ষা পাওয়া যাবে এই হবে। Snapdragon 662 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ পাবেন।
ডুয়াল রিয়ার ক্যামেরা আছে এই ফোনে। প্রাইমারি ক্যামেরায় 13 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন এখানে। কানেকটিভিটির জন্য আছে 4g, WIFI, ব্লুটুথ, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি।