2017 সালে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন

Updated on 21-Nov-2016
HIGHLIGHTS

ক্যাপিটাল মার্কেটস ডে 2016 এ ব্র্যান্ড দ্বারা একটি প্রকাশিত স্লাইডে পরিষ্কার ভাবে জানানো হয়েছিল যে কোম্পানির এজেন্ডা 2017 সালে স্মার্টফোনের বাজারে আবার ফিরবে নোকিয়া.

মোবাইল নির্মাতা কোম্পানি নকিয়ার স্মার্টফোন নিয়ে অনেক দিন ধরে গুজব চলছে৷ বিশ্বব্যাপী জনসংখ্যার অর্ধেকেরও বেশী মোবাইল ফোন ব্যবহার করা মানুষেরা নোকিয়া ফোন ব্যবহার করেন৷ নোকিয়া-র ফ্যানেদের জন্য সুখবর! সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী বছরই আত্মপ্রকাশ করতে চলেছে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷

নোকিয়া পাওয়ার ইউজার ডট কমের খবর, সংস্থার বার্ষিক অনুষ্ঠানে কর্তারা একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে ঘোষণা করেছেন, 2017 অর্থবর্ষ নোকিয়ার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে৷ কারণ, ওই বছরের ফেব্রুয়ারি মাসেই বাজারে আসবে বহু প্রতীক্ষিত নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷

আরও দেখুন : শুধু 501 টাকায় পাওয়া ChampOne C1 স্মার্টফোনটির প্রথম ফ্ল্যাশ আজ…

গত কয়েকমাস ধরেই বেশ কিছু ওয়েবসাইটে নোকিয়ার একাধিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খবর প্রকাশিত হয়েছে৷ গিকবেঞ্চ-এর মতো ওয়েবসাইট Nokia 5320 হোক বা Nokia 1490 অথবা Nokia D1C -এর মতো হ্যান্ডসেটের বেশ কিছু ফিচারও অনলাইনে ফাঁস করে দিয়েছে৷ সূত্রের খবর, প্রথম নোকিয়া হ্যান্ডসেটে ‘নোকিয়া’র নাম ও লোগো থাকলেও হ্যান্ডসেটটি উৎপাদন করবে এইচএমডি গ্লোবাল৷ আগামী 10 বছর তারাই নোকিয়া-র সমস্ত অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট উৎপাদনের লাইসেন্স পেয়েছে৷ ঠিক যে পন্থা অনুসরণ করে গুগল৷ তাদের নেক্সাস সিরিজের সর্বাধুনিক স্মার্টফোনটির হার্ডওয়্যার তৈরি করেছে LG৷

এছাড়া অনেকদিন ধরেই গুজব চলছিল, নোকিয়ার নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসছে৷ অ্যান্ড্রয়েড হেডলাইন দ্বারা এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 820 বা স্ন্যাপড্রাগন 821 প্রসেসর হতে পারে. সঙ্গে এটি 4GB Ram দিয়ে সজ্জিত করা হবে এছাড়া অনেকদিন ধরেই গুজব চলছিল, নোকিয়ার নতুন একটি অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসছে৷ নতুন খবর অনুযায়ী, যার মডেল নম্বর D1C, বেঞ্চমার্ক সাইট গীকবেঞ্চে দেখা যায়. এখনো এই স্মার্টফোনের সম্পর্কে বিশেষ কোনো খবর পাওয়া যায়েনি কিন্তু এই টুকু খবর পাওয়া যায় যে এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 430 অক্টা-কোর 1.4GHz প্রসেসর উপস্থিত হতে পারে. এছাড়া সঙ্গে এতে অ্যাড্রিনো 505 জিপিইউ হওয়া যেতে পারে৷ এই তালিকা তে এইটা ও বলা হয় যে এই ফোনে 3GB র্যাম উপস্থিত থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড 7.0 এর উপর কাজ করবে, যা প্রি-ইনস্টল থাকবে

সূত্রের খবর, ২০১৭-র ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ নোকিয়া-র সিইও রাজীব সুরির উদ্বোধনী বক্তৃতার পর আত্মপ্রকাশ করবে Nokia D1C৷ শোনা যাচ্ছে, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, 3GB র‍্যাম ও 13 মেগাপিক্সেল ক্যামেরা-সহ বাজারে আসবে  সংস্থার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন৷

আরও দেখুন : রিলায়েন্স জিও 15 ডিসেম্বর লঞ্চ করবে তার DTH সেবা, "ওয়েলকাম অফার" এর অধীনে পাবেন 6 মাস বিনামূল্যে সাবস্ক্রিপশন

আরও দেখুন : 20MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ভিভো ভারতে আনলো ভিভো V5 স্মার্টফোন

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :